
মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য পরিবহণ নিগম আগামী ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি সরকারি বাসের বিশেষ পরিষেবার ব্যবস্থা চালু করেছে। এই দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৮টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম (CSTC) এবং ট্রাম সংস্থা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড থেকে বাস চালাবে।যেসব রুটে যাত্রীদের ভিড় বেশি, সেখানে সকাল ৮টা ৪৫ মিনিট এবং ৯টা ১৫ মিনিট - এই দু'দফায় বাস ছাড়বে। অন্যান্য রুটে বাস ছাড়বে সকাল ৯টায়। পরীক্ষার শেষ হলে দুপুর ২টো ১৫ মিনিট এবং দুপুর ২টো ৪৫ মিনিটে বিভিন্ন প্রান্তিক বাসস্ট্যান্ড থেকে দু'দফায় বাস ছাড়বে।
রুট
সরশুনা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, যাদবপুর এবং ব্যারাকপুর থেকে হাওড়াগামী রুটে বাস চলবে।
গড়িয়া থেকে ৫ (দেশপ্রিয় পার্ক হয়ে) এবং ৭ নম্বর রুটে (টালিগঞ্জ হয়ে) হাওড়া অভিমুখে বাস চলবে।
বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্লানেড এবং ডানলপ থেকে বালিগঞ্জের মধ্যেও বাস চলাচল করবে।
এছাড়াও, দক্ষিণেশ্বর থেকে এসপ্লানেড, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, কাঁকুড়গাছি থেকে বেহালা, নিউ টাউন থেকে শিয়ালদহ এবং দমদম বিমানবন্দর থেকে এসপ্লানেডের মধ্যে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে।
টালিগঞ্জ থেকে ঘটকপুকুর, হাওড়া স্টেশন থেকে খিদিরপুর হরিমোহন ঘোষ কলেজ এবং আমতলা, বারাসত থেকে আমতলা এবং ব্যারাকপুর, পার্ক সার্কাস থেকে ডানকুনি, বেলগাছিয়া থেকে বি বা দী বাগ-টিকিয়াপাড়া রুটে বাস চালাবে। এ ছাড়াও ট্রাম পরিষেবা শ্যামবাজার এবং গড়িয়াহাট থেকে এসপ্লানেড রুটে থাকছে । বেসরকারি বাসের পরিষেবা ঠিক রাখা ছাড়াও পরীক্ষার দিনগুলিতে রাস্তাঘাটে যানজট নিয়ন্ত্রণে রাখতে তৎপর থাকবে প্রশাসন। সরকারি পরিবহণ নিগমের সরাসরি বাস পরিষেবার সঙ্গে যুক্ত যেসব কর্মীরা রয়েছেন, তাঁদের ছুটি বাতিল করা হয়েছে পরীক্ষার দিনগুলিতে ।পরীক্ষার দিন এইসব বাসে "পরীক্ষা স্পেশ্যাল" বোর্ড লাগানো থাকবে।অন্য যাত্রীরাও বাসে উঠতে পারবেন, তবে মাধ্যমিক পরীক্ষার্থীদেরই অগ্রাধিকার থাকবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন যানজটের সমস্যা থেকে মুক্তি দিতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।