
প্রশান্ত কিশোরের হাতের তৈরি আইপ্যাক-এর সঙ্গে কি এবার দূরত্ব বাড়ছে তৃণমূল কংগ্রেসের? জল্পনা তুঙ্গে রাজ্য জুড়ে। কারণ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, 'কে কোথায় কী 'প্যাক-ফ্যাক' করল, তা নিয়ে ভাবার দরকার নেই।' তারপর থেকেই দুই তরফে আলোচনা এবার কী তবে ভাঙতে চলেছে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক।
২০২১ সাল থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শ দাতা হিসেবে কাজ করছে আইপ্যাক সংস্থা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। তারপরই পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছিল আইপ্যাককে। কিন্তু তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইপ্যাকের অটুট বন্ধ। যার কারণে ২০২১ সালের পরেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে অভিষেক বন্দ্যোধ্য়ায়ের প্রচারসূচীও তৈরি করেছিল আইপ্যাক। নবজোয়ার যাত্রা যথেষ্ট সফল এই রাজ্যে। কিন্তু সম্প্রতি মমতা জানিয়েছেন দলের রাশ রয়েছে তারই হাতে। আর সেই কারণে বিধানসভায় মমতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
প্রশান্ত কিশোরের হাতে তৈরি হয়েছিল আইপ্যাক। কিন্তু তিনি নিজে এখন ভোট কুশলীর কাজ ছেড়ে পুরদস্তুর রাজনীতিবীদ। নিজের দলও তৈরি করেছেন। কিন্তু তার তৈরি সংস্থাই এই রাজ্যের শাসক দলের পরামর্শদাতার ভূমিকায় রয়েছে। বিধায়কদের কেউ কেউ বলেছেন, মুখ্যমন্ত্রী তাদের সাবধান করে দিয়েছেন। দল ও নিজের এলাকার তথ্য যাতে অন্যত্র না দেওয়া হয়। আবার আইপ্যাক সূত্রের খবর, এই বিষয়ে ভাবার কিছু নেই। কারণ তাদের জন্য এই মন্তব্য করা হয়নি। তাদের সরাসরি কিছু জানান হয়নি বলেও আইপ্যাক সূত্রের খবর।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রাখে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্যামাকস্ট্রিট অফিস। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই রাশ টানা হয়েছে। দলের রাশ নিজের হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টই বলেছেন, দলের বিষয় তিনি আর সুব্রত বক্সি দেখে নেবেন। আর সেই করণেই আইপ্যাকের ভবিষ্যৎ কী হতে পারে তাই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য জড়েই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।