রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব মহিলার হাতে? চর্চায় উঠে আসছে এক নেত্রীর নাম

Published : Mar 01, 2025, 12:59 PM IST

কে হবেন বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি? তাই নিয়ে জল্পনা চলছে। কারণ এবার যার হাতে দায়িত্ব থাকবে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবেন। তাই নাম নিয়ে চর্চায় গেরুয়া শিবির। 

PREV
110
বিজেপির রাজ্য সভাপতি

কে হবেন বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি? তাই নিয়ে জল্পনা চলছে। কারণ এবার যার হাতে দায়িত্ব থাকবে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবেন। তাই নাম নিয়ে চর্চায় গেরুয়া শিবির।

210
তালিকায় অনেক নাম

বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি নাম নিয়ে জল্পনার চর্চায় রয়েয়েছে একাধিক নেতার নাম। কিন্তু সেখানেই জায়গা করে নিয়েছেন এক বিজেপি নেত্রী।

310
আলোচনায় অগ্নিমিত্রা পল

বঙ্গবিজেপির রাজ্যসভাপতি নিয়ে নামের চর্চায় উঠে এসেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নাম।

410
অগ্নিমিত্রা পল

আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিধায়ক তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৪ হাজার ভোটে জেতেন। বিজেপির মহিলা মোর্চার সক্রিয় সদস্য।

510
সক্রিয় নেত্রী

বর্তমানে বিজেপির যে কোনও কর্মসূচিতেই সক্রিয় অগ্নিমিত্রা পল। বিধানসভার ভিতর ও বাইরে সর্বত্রই সক্রিয় থাকেন তিনি। একাধিক আন্দোলনে প্রথম সারিতে থাকেন অগ্নিমিত্রা পল।

610
শীর্ষ নেতাদের কাছাকাছি

রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতার ঘনিষ্ট হিসেবে পরিচিত অগ্নিমিত্রা পল। শুভেন্দু বা সুকান্ত যে কোনও নেতার কর্মসূচিতেই সাবলীলভাবে অংশ নেন তিনি। বিজেপি সূত্রের খবর, রাজ্য সভাপতি হিসেবে অগ্নিমিত্রার নাম নিয়েও একাধিকবার আলোচনা হয়েছে।

710
লকেট-রূপা নিস্ক্রীয়

বর্তমানে বিজেপির দুই জনপ্রিয় মহিলা নেত্রী লকেট বন্দ্যোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায় কিছুটা হলেও নিস্ক্রীয়। তেমনই খবর বিজেপি সূত্রে।  লোকসভা নির্বাচনে হারের পর অনেকটাই গুটিয়ে নিয়েছেন লকেট। আর রূপ রাজ্যসভার প্রাক্তন সদস্য হওয়ার পর থেকে বিজেপির নির্দিষ্ট কিছু কর্মসূচিতেই হাজিরা দেন।

810
এগিয়ে অগ্নিমিত্রা পল

বিজেপির মহিলা নেত্রীদের মধ্যে অগ্নিমিত্রা পল যথেষ্ট জনপ্রিয়। রাজ্য বিজেপিতে একাধিক মহিলা নেত্রী থাকলেও অগ্নিমিত্রা পল এগিয়ে বলেও দাবি অনেক বিজেপি নেতার।

910
ডিজাইনার থেকে রাজনীতিবিদ

ফ্যাশান ডিজাইনার হিসেবেই প্রথম জনপ্রিয়তা লাভ করেন অগ্নিমিত্রা পল। শ্রীদেবীর ড্রেস ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। একাধিক ছবিতে তিনি ছিলেন কস্টিইম ডিজাইনার। সেখান থেকেই রাজনীতিতে হাতেখড়ি। বিধানসভার সদস্য তিনি।

1010
শেষ সিদ্ধান্ত দিল্লির

তবে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি তাই নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে  দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর ইতিমধ্যেই  পর্যবেক্ষক সংস্থা দিয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট পাঠিয়েছে বিজেপির নেতারাও। 

click me!

Recommended Stories