'ভালরা চাকরি পাবে'! SSC-তে ২৬০০০ চাকরি বাতিল রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মন্তব্য CJI-র

Published : Dec 01, 2025, 02:59 PM IST
Teachers stage a sit-in protest outside SSC office

সংক্ষিপ্ত

নিয়োগ দুর্নীতির কারণে ২০২৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করি দিয়েছিল সুপ্রিম কোর্ট । চাকরি হারিয়েছিল ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী।  আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করতে ও চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে তা সাঙ্গ করতে নির্দেশ দিয়েছিল। 

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল। আদালত জানিয়েছে, এই বিষয় পূর্বে যে রায় ছিল তাই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। তবে আদালত মেনে নিয়েছে ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল হওয়ায় অনেক পড়ুয়া রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিয়োগ নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ভাল পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারেন।

 

সুপ্রিম কোর্টের নির্দেশ

নিয়োগ দুর্নীতির কারণে ২০২৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করি দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার কারণে রাতারাতি চাকরি হারিয়েছিল ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। একই সঙ্গে আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করতে ও চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে তা সাঙ্গ করতে নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে খেয়াল রাখতে হবে একজনও দাবি অযোগ্য যেন আবারও চাকরি না পায়। দাগি অযোগ্যদের বেতন ফিরতের নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেইমত নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। কিন্তু চাকরিহারাদের একাংশ এই বিষয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

চাকরিহারাদের একাংশের আবেদন

চাকরিহারাদের একাংশের আবেদন ছিল আগের রায় পুনর্বিবেচনা করা আর নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা। তাদের বক্তব্য ছিল নতুন নিয়োগ পক্রিয়ায় অনেক বঞ্চিত ও যোগ্য ব্যক্তিরা চাকরি পাননি। এই নিয়ে প্রথমে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানান হয়েছিল। কিন্তু সেই আর্জি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, 'এটা ছিল যে কোনও প্রক্রিয়া খারিজ হলে ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন।কিন্তু যাঁরা ভাল তাঁরা আবারও নিযুক্ত হয়ে যেতে পারেন।'

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘ভিতরের খবর দিয়ে গেলাম!’ তৃণমূলের আসল খেল আজ ফাঁস করলেন শুভেন্দু
'মোদীকে পাকিস্তানে পাঠাও', বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূলের উদয়ন গুহ