Abhijit Gangopadhyay: 'চোখে ধুলো দেওয়া ভাঁওতাবাজি!' চাকরিপ্রার্থীদের পরামর্শ অভিজিত গঙ্গোপাধ্যায়ের

Published : Apr 22, 2025, 05:54 PM IST
SSC recruitment corruption  Abhijit Gangopadhyay gives advice to protesting teachers bsm

সংক্ষিপ্ত

Abhijit Gangopadhyay gives advice:'রাস্তা ছাড়বেন না।' চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাঁদের পরামর্শ দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

Abhijit Gangopadhyay gives advice to protesting teachers: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২৬ হাজার। যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিকে রাতভর বিক্ষোভ করছে চাকরিহারা শিক্ষক আর শিক্ষিকারা। এই অবস্থায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাঁদের পরামর্শ দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রথম ২০১৬ সালের প্যানেল বাতিলের রায় দিয়েছিলেন। যাইহোক অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকাররে তুলোধনা করেন। তিনি যোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন তাঁরা যেন তাঁদের দাবি থেকে সরে না আসেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'সুপ্রিম কোর্টের নাম করে যোগ্যদের তালিকা প্রকাশ করা এড়িয়ে যেতে চাইছে এসএসসি। ব্রাত্য বসু যা বলেছেন, বা এসএসসি যা বলছে তা চোখে ধুলো দেওয়া ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। আমি আপনাদের বলছি আপনারা য়ে ভাবে আন্দোলন চালাচ্ছেন শান্তি বজায় রেখে সেভাবে আন্দোলন চালিয়ে যান। আমি ব্রাত্য বাবুর বক্তব্য শুনেছি। যোগ্যদের তালিকা প্রকশের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কোনও সম্পর্ক নেই। স্বচ্ছতার দাবি তুলতেই পারেন সাধারণ মানুষ অনেক আগেই এসএসসি-র তালিকা প্রকাশ করা উচিৎ ছিল। সুপ্রিম কোর্ট কোথায় বলেছে তালিকা বের করতে পারবে না?'

এখানেই শেষ নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলনকারী চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছেন, যদি সুপ্রিম কোর্ট বলত যে কোনও তালিকা প্রকাশ করা যাবে না তারপরেও চাকরিহারা এই দাবি করতেন তাহলে সেটা অন্যায্য দাবি হত আদালত অবমাননা হত। কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেইনি। 'আমি তো শুনেছি আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলছেন। চলছেন , চলুন। রিভিউ করবেন বলছেন, করুন। কিন্তু এই যে ডিমান্ড ফর ট্রান্সপারেন্সি, এইটা কেন করবেন না ?...এটা কাটিয়ে চলে যাবেন না।' আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আপনারা রাস্তা ছাড়বেন না। এই ভাঁওতাবাজিগুলি চিনে নিন। স্কুল সার্ভিস কমিশন যে বিবৃতি দিয়েছে তা চোখে ধুলো দেওয়ার জন্য। '

যোগ্য আর অযোগ্যদের প্রার্থী তালিকা প্রকাশের দাবিতে অনড় রয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁরা প্রার্থী তালিকা প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসি ভবনের সামনে। চাকরিহারা শিক্ষকরা পাশে পেয়েছেন জুনিয়র ডাক্তারদের।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, ছাব্বিশের ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়