Published : Apr 27, 2025, 09:17 PM ISTUpdated : Apr 28, 2025, 03:45 PM IST
SSC scam Salary Problem: সমস্যা দেখা দিয়েছে যোগ্য আর অযোগ্য নিয়ে। কারণ চিহ্নিত অযোগ্যদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের।
নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২৬ হাজার। কিন্তু রাজ্যের পঠনপাঠন ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য বাদে সকল শিক্ষকদের স্কুলে যেতে নির্দেশ দিয়েছে।
212
ডিসেম্বর পর্যন্ত বেতন
সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন দিতে হবে রাজ্য সরকারকে। সেই নিশ্চিয়তাও দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজি হয়েছে রাজ্য সরকার।
312
সমস্যা যোগ্য -অযোগ্য নিয়ে
তবে সমস্যা দেখা দিয়েছে যোগ্য আর অযোগ্য নিয়ে। কারণ চিহ্নিত অযোগ্যদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। এঁদের মধ্যে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় ১৯ হাজার (১৮,৪১৮)।
512
যোগ্য শিক্ষকের তালিকা
সেই তালিকা থেকেও ওএমআর শিটের সমস্যা সংক্রান্ত কারণে ১৮০৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
612
যোগ্য শিক্ষক
নতুন করে তৈরি করা হল ১৫ হাজার ৪০৩ জন শিক্ষকের নামের তালিকা। সেই নতুন তালিকা ইতিমধ্যে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রের খবর। এই তালিকা নিয়েই আগামী দিনে এগিয়ে যাওয়া হবে।
712
বেতন সমস্যা
কিন্তু এই তালিকা প্রস্তত করতে গিয়ে বেতন সংক্রান্ত সমস্য তৈরি হতে পারে বলেও অনুমান রাজ্যের শিক্ষকদের একাংশের। কারণ স্কুল শিক্ষকদের বেতন পোর্টাল মাসের ১০ তারিখের মধ্যেই পুরণ করে দিতে হয়ে স্কুল শিক্ষকদের
812
বর্ধিত সময় ২৫ তারিখ
অনেক সময় ২৫ তারিখ পর্যন্ত বেতন সংক্রান্ত পোর্টাল পুরণ করা যায়। কিন্তু এবার যোগ্য অযোগ্যদের তালিকা চূড়ান্ত করে বেতন পোর্টাল ফিলআপ করে ডিআই অফিসে পাঠাতে হবে। সেটা না হলেও বন্ধ হতে পারে বেতন।
912
অযোগ্যদের নাম ছাঁটা
সরকারি তালিকা হাতে পাওয়ার পরে ডিআই অফিসে শুরু হয়েছে অযোগ্যদের ছাঁটার কাজ। প্রয়োজনীয় নথিপত্র দেখেই সেই কাজ করতে হবে।
1012
তাই সমস্যা হতে পারে
শিক্ষকদের একাংশের অনুমান যোগ্য আর অযোগ্যদের বাছাই করার কাজ করেই তারপরই বেতন দেওয়া হবে। বেতন পোর্টাল থেকে বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের নাম। তারপরই বেতন পাওয়া যাবে।
1112
মাস পয়লায় বেতন নিয়ে সংশয়
আর ঠিক সেই কারণেই মাস পয়লায় বা ১ তারিখে বেতন নিয়ে সংশয় দেখা গিয়েছে।
1212
যোগ্যদের দাবি
যোগ্য শিক্ষকদের অভিযোগ, তালিকা তাঁদের হাতে দিচ্ছে না প্রশাসন। ‘যোগ্য’ দাবিদার এক শিক্ষক বলেন, আমরা চাইনা অযোগ্যরা বেতন পাক, স্কুলে যাক।