'অন্যের পাপের দায় আমরা নেব কেন!' মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পরীক্ষায় বসার আর্জি বিক্ষোভকারী চাকরিহারাদের

Published : May 15, 2025, 07:34 PM IST
Mamata Banerjee meets teachers who lost jobs over Calcutta HC order to cancel 25,000 staff appointment

সংক্ষিপ্ত

SSC Protest: নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে আবারও উত্তাল বিকাশভবন। বৃহস্পতিবার 'যোগ্য' চাকরিহারাদের বিকাশভবন ঘেরাও অভিযান ছিল। 

SSC Protest: নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে আবারও উত্তাল বিকাশভবন। বৃহস্পতিবার 'যোগ্য' চাকরিহারাদের বিকাশভবন ঘেরাও অভিযান ছিল। সেখানেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেধে যায়। সেখানেই চাকরিহারারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও পরীক্ষায় বসতে হবে বলে স্পষ্ট দাবি জানিয়েছেন। যদিও এদিন চাকরিহারা প্রতিবাদীদের বিকাশভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। কিন্তু গেট ভেঙে অনেকেই ভিতরে ঢুকে পড়ে।

এদিন বিকাশ ভবনের বিক্ষোভ কর্মসূচি থেকে চাকরিহারারা 'উই ওয়ান্ট জাস্টিট স্লোগান' তোলেন। তাদের কথায় 'দ্বিতীয়বর আমরা পরীক্ষা দেব না। আমাদের যদি পরীক্ষা দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী সাংসদ সককলেই পরীক্ষা দিতে হবে। ' তাঁরা আরও বলেন, 'আমরা নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরি পাইনি , কেন বারবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে?' চাকরিহারারা আরও বলেছেন, আলোচনা না করেই ভিতর ভিতর পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। তাঁদের আরও অভিযোগ রয়েছে, 'আমাদের না জানিয়েই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। দীর্ঘ সাত বছর ধরে চাকরি করছি। আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। চাকরি যাওয়ার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। আগে সবাই নির্বাচনে দাঁড়াক। তারপরে আমরা পরীক্ষার কথা ভাবব। ' আন্দোলনরত চাকরিহারাদের দাবি 'ওএমআর শিটের মাধ্যমে যোগ্য - অযোগ্যদের তালিকা নিয়ে মামলার রিভিউ পিটিশন করুক রাজ্য সরকার। আমাদের ন্যায্য বিচারহোক। চোরেরা শাস্তি পাক। অন্যের পাপের দায় আমরা নেব না। '

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। তাতেই চাকরিহারা রাজ্যের ২৬ হাজার স্কুল শিক্ষক-শিক্ষিকা আর শিক্ষাকর্মী। যদিও সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত 'অযোগ্য ' নয় এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই পর্যন্ত তাদের বেতনও নিশ্চিত করেছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যেই শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে। এই অবস্থায় রাজ্য় সরকার রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু সেই মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ফেব্রুয়ারিতেই কি ঘোষণা? ভোটের মুখে কত বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? প্রকাশ্যে এল নয়া চমক
শনিবার উত্তরবঙ্গে মমতা-মোদীর সফরে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, রইল সফরসূচি