
চাকরিহারা শিক্ষকরা বেতন নিয়ে বড় আপডেট: SSC দুর্নীতি নিয়ে এখনও চলছে বিভিন্ন কর্মসূচী। কোথাও হচ্ছে অশান্তি তো কোথাও শিক্ষকরা দ্বারস্থ হচ্ছেন আইনের দরজায়। এবার SSC দুর্নীতি নিয়ে বড় তথ্য সামনে এল। SSC দুর্নীতির কারণে চাকরি খুইয়েছেন ২৬ হাজার শিক্ষক। এই ঘটনায় রাজ্য সরকারের দিতে আঙুল তুলেছেন চাকরিহারাদের একাংশ।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্লারিফিকেশন পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে রাজ্যে দাবি করেছে, আদালতের নির্দেশ মেনেই তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। কিন্তু, আদালত তরফে যোগ্য অযোগ্যদের তালিকা না মিললে গোটা প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হবে না। এরপর শীর্ষ আদালতে রাজ্য অনুরোধ করেছে, যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন চাকরি হারা সকল শিক্ষক যাতে বেতন পান তা নিশ্চিত করা হোক।
চাকরিহারা শিক্ষকরা বেতন পাবেন?
SSC দুর্নীতি-তে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারা হয়েছেন। যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন চাকরি হারা সকল শিক্ষক যাতে বেতন পান তা নিশ্চিত করার অনুরোধ করেছে রাজ্য। চাকরিহারারা ইতিমধ্যে মার্চ মাসের বেতন এপ্রিলের ১ তারিখ পেয়ে গিয়েছে। এপ্রিল মাসের বেতনের রিকুইজিশন জমা দেওয়ার শেষ তারিখ আজ ১৭ এপ্রিল। ১৭ এপ্রিল হবে এই মামলার শুনানি। আর সেই দিকে তাকিয়ে সকলে।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশেষ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও শিক্ষককে বাদ দেওয়া হয়নি। কোথাও বেতন বন্ধের কথাও ওখনও বলা হয়নি।’ তিনি উল্লেখ করেছেন, শিক্ষ দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে এখনও নাম আছে চাকরি হারা সকল শিক্ষক ও শিক্ষাকর্মীর। তিনি বলেন, ‘এই ২৬ হাজার জনে বেতনের বিষয় রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে।’
এখন আদালতের রায়ের দিতে তাকিয়ে সকলে। শেষ পর্যন্ত এই ২৬ হাজার শিক্ষকদের ভবিষ্যত কী হবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে।