পারিবারিক অশান্তির জের। ঘরছাড়া স্ত্রীকে বাড়িতে এনে কুপিয়ে খুন করল ডাক্তার স্বামী। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ তরুণের ।
স্ত্রীকে নিজের বাড়িতে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ এসএসকেএম-এর চিকিৎসকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাগদার মন্ডবঘাটা গ্রামের বাসিন্দা অরিন্দম বালা। ২৮ বছরের অরিন্দম পেশায় চিকিৎসক। অরিন্দম এসএসকেএম হাসপাতাল থেকে এমডি করছে। বছর দুয়েক আগে নীলগঞ্জের বাসিন্দা ২৫ বছরের রত্নতমা দের সঙ্গে বিয়ে হয়েছিল তার। অভিযোগ শনিবার রাতে বাড়ি ফিরে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে কুপিয়ে খুন করে। সকালে নিজেই বাবা ও ভাইকে খুনের কথা জানায়। তারপরই বাগদা থানার পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দাম্পত্য কহলের জেরেই স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে খুন করেছে চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে।
পারিবারিক সূত্রে খবর, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ছিল অরিন্দম আর রত্নতমার জীবনে নিত্য দিনের ঘটনা। তাদের কোনও দিনই বনিবনা হয়নি। প্রায়ই বাবার বাড়িতে গিয়ে থাকতেন রত্নতমা। কিন্তু মাঝে দীর্ঘদিনের জন্যই শ্বশুরবাড়িতে যাতায়াত করছিলেন না। গতকালই রত্নতমাকে নীলগঞ্জ থেকে বাগদায় নিজের বাড়িতে নিয়ে আসে অরিন্দম। তারপরই রাতের অন্ধকারে স্ত্রীকে কুপিয়ে কুপিয়ে খুন করে।
চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫, গতিতে ভারতকে টেক্কা দেওয়ার হতাশাজনক পরিণতি
অরিন্দম আর রত্নতমা বাড়ির দোতলায় থাকতেন। নিচের তলায় থাকতেন তার বাবা ও ভাই। এদিন সকালেই দোতলা থেকে নেমে এসে বাবা ও ভাইকে খুনের কথা জানিয়েই থানায় চলে যায় আত্নসমর্পণের জন্য। তারপরই পুলিশ তদন্ত করে। পুলিশ সূত্রের খবর উপরের ঘর থেকেই উদ্ধার হয় রত্নতমার দেহ। প্রাথমিক অনুমান ধারালো কিছু দিয়ে খুন করা হয়েছে। ঘরে ভর্তি ছিল রক্তের দাগে। তবে পারিবারিক অশান্তি না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
চিকিৎসকের ভাই অনির্বাণ জানিয়েছেন, শনিবার বৌদিকে নিয়ে দাদা বাড়ি ফিলেছিল। বৌদির সঙ্গে তাদেরও স্বাভাবিক কথাবার্তা হয়েছে। দুজনে দেখে তাদের কোনও অস্বাভাবিক কিছু মনে হয়নি। দুজনেই স্বাভাবিক ছিল। তিনি আরও জানিয়েছেন, দীর্ঘ আট মাস বৌদি তাদের সঙ্গে থাকতেন না। দাদার সঙ্গে অশান্তি করেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু রবিবার সকালেই অরিন্দম নিজেই স্ত্রীকে খুন করেছে জানাতেই তারা চমকে যান। তাঁর বাবা রীতিমত অবাক হয়েছেন বলেও জানিয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ফিরহাদ হাকিমের জামাইয়ের দলবদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসে বললেন তোলাবাজির রাজনীতি তিনি করেন না