ফের বিতর্কে হুমায়ুন কবীর বাবরি মসজিদ তৈরির জন্য বিভিন্ন দেশ থেকে মসজিদ ট্রাস্টের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা ঢুকতে শুরু করেছে। যার কারণে মঙ্গলবারই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
ফের বিতর্কে হুমায়ুন কবীর। বাবরি মসজিদ তৈরির জন্য বিভিন্ন দেশ থেকে মসজিদ ট্রাস্টের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা ঢুকতে শুরু করেছে। যার কারণে মঙ্গলবারই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মসজিদের জন্য প্রচুর পরিমাণ অর্থ পেয়েছেন হুমায়ুন কবীর। যার গোনা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে।
25
টাকার পরিমাণ
টানা তিন দিন ধরে হুমায়ুন কবীরের দানবাক্সে যে পরিমাণ টাকা পড়েছে তা গোনা চলছে। এদিন জমা পড়া টাকার পরিমাণ তিন কোটি ছাড়িয়েছে। মঙ্গলবারও প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা পড়েছে তাঁর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। হুমায়ুন কবীর জানিয়েছেন, দেশ ও বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ তিনি পেয়েছেন মসজিদ তৈরির জন্য।
35
হুমায়ুনের বার্তা
হুমায়ুন কবীর যে প্রচুর পরিমাণ বিদেশী অর্থ পেয়েছেন, তা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, 'কাতার, সৌদি আরব, বাংলাদেশ থেকেও মসজিদ নির্মাণে প্রচুর বিদেশি অর্থ আসছে। যা স্টেট ব্যাঙ্কের চলতি অনুমোদিত আইন ও লিমিট অতিক্রম করে গিয়েছে. ব্য়াঙ্ক খবর পাঠিয়েছিল, প্রয়োজনীয় চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।'
হুমায়ুন কবীর আগেই জানিয়েছেন, মসদজিদ তৈরির জন্য ১১টি দানবাক্স রাখা হয়েছিল। তার প্রত্যেকটি ভরে গিয়েছে। তিনি বলেছেন, অনলাইনেও প্রচুর অর্থ সাহায্য তিনি পেয়েছেন মসজিদ তৈরির জন্য। এক টাকা দানবক্সে পেয়েছেন, তা গুণতে টাকা গোনার মেশিন আনা হয়েছিল।
55
হুমায়ুন কবীরের বর্তমান অবস্থান
শনিবার বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের পর রবিবার হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন, তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। তিনি আরও বলেছেন, আপাতত ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই। তবে আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণার বিষয়ে অনড় রয়েছেন বলেও জানিয়ে দেন। যদিও হুমায়ুন কীবর আগেই জানিয়েছিলেন যে তিনি বিধায়ক পদ থেকেই ইস্তফা দেবেন। কিন্তু এখন তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন তিনি।