ঠান্ডা বাড়ছে উত্তরবঙ্গেও। দার্জিলিং-এ কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাকি জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। তেমনই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এই সাত জেলায় রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস।