লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পে খরচ কোটি কোটি টাকা, বাজেটের আগে দেখুন রাজ্যের ভাণ্ডারের অবস্থা

Published : Feb 11, 2025, 02:55 PM IST

বুধবার বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃতীয় মেয়াদের তৃণমূল কংগ্রেসের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর বিধানসভা নির্বাচন। পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট।  এই বাজেট সরকারের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ রাজ্য মানুষের কাছে। 

PREV
112
বুধবার রাজ্য বাজেট

বুধবার বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃতীয় মেয়াদের তৃণমূল কংগ্রেসের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর বিধানসভা নির্বাচন। পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট। তাই এই বাজেট সরকারের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ রাজ্য মানুষের কাছে।

212
আর্থিক টানাপোড়েন

রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থ নিয়ে টানাপোড়েন রয়েছে। কারণ রাজ্য সরকার একাধিকবার অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে প্রয়োজনীয় টাকা দেয় না। বন্ধ করা হয়েছে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা। অন্যদিকে কেন্দ্রের অভিযোগ রাজ্য হিসেবে গরমিল করে। তাই সঠিক তথ্য না দিলে টাকা দেওয়া হবে না।

312
অর্থনীতিতে রাজ্যের স্থান

চলতি বছরই দেশের বড় ১৮ টি রাজ্যের কোষাগারের পরিস্থিতি নিয়ে রিপোর্ট পেশ করেছে নীতি আয়োগ। তাতে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য।

412
এগিয়ে থাকা রাজ্য

নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী অর্থনীতির অগ্রগতির ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ওড়িশা। শীর্ষে থাকা বাকি চার রাজ্য হল ছত্তিশগড়, গোয়া, ঝাড়খণ্ড আর গুজরাট।

512
পিছিয়ে থাকা রাজ্য

রিপোর্টে রাজ্যের স্থান ষোড়শ। পিছিয়ে থাকা রাজ্যের তালিকায় শেষ পাঁচে রয়েছে হরিয়ানা, কেরল , পশ্চিমবঙ্গ , অন্ধ্রপ্রদেশ আর পঞ্জাব।

612
রাজ্যের আয়-ব্যায়

রাজ্য সরকারের মোট আয় ৩ লক্ষ ৩৬ হাজার ১১৪ কোটি টাকা। ব্যায় ৩ লক্ষ ৩৬ হাজার ১১৬ কোটি টাকা। রাজস্ব ঘাটতি রয়েছে ৬৮ হাজার ২৫০ কোটি টাকা।

712
ঋণ পরিশোধ ও কেন্দ্রের কাছে বাকেয়া

রাজ্যকে ঋণ পরিশোধ করতে হয় ৭৬ হাজার ৬৮৬ কোটি টাকা। রাজ্যের এক আমলার কথায় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।

812
রাজ্যের খরচ

রাজ্য সরকারে এক আমলার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালায়। তাতে কোটি কোটি টাকা খরচ হয়। তাতে রাজ্য সরকারের একটা বড় অংশ চলে যায়। রাজ্যের জনকল্যাণমুখী প্রকল্পের খরচ দেখুন

912
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প। উপভোক্তার সংখ্যা ২.২১ কোটি। খরচ করা হয় ৪৭,৪৯০ কোটি টাকা। নতুন ৫ লক্ষের জন্য় বরাদ্দ ৬২৫ কোটি টাকা।

বিধবা ভাতা প্রকল্পে অনুদানকারীর সংখ্যা ২০.৩২ লক্ষ খরচ হয় ৩ হাজার কোটি টাকা।

1012
কষক বন্ধু

এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ১০.৮ কোটি। খরচ ৫৮৫ কোটি টাকা। ৬ বছরে দেওয়া হয়েছে ২১.১৩৪ কোটি। মৃত্যুকালীন কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তা ১.২৭ কোটি। খরচ ২৫৪৪ কোটি টাকা।

1112
শস্য বিমা

১ কোটি ২ লক্ষ উপভোক্তার জন্য খরচ হয় ৩২২১ কোটি টাকা।

1212
আবাস যোজনা

কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করার পরে রাজ্য বাংলার বাড়ি প্রকল্পের নাম করে এই প্রকল্প চালায়। উপভোক্তা ১২ লক্ষ। খরচ ১৪৭৭৩ কোটি। নতুন করে ১৬ লক্ষের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯.২০০ কোটি টাকা।

click me!

Recommended Stories