শিক্ষকদের বেতন বেড়ে কত হবে? বাজেট অধিবেশনে বড় চমক দিতে পরেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

Published : Feb 06, 2025, 06:22 PM IST

১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। তাই বাজেট ঘিরে প্রত্যাশাা বাড়ছে আম জনতার। 

PREV
110
বাজেট অধিবেশন

১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। তাই বাজেট ঘিরে প্রত্যাশাা বাড়ছে আম জনতার।

210
শেষ পূর্ণাঙ্গ বাজেট

এটাই তৃতীয় মেয়াদে মমতা বন্দ্যোপাধ্য়য়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই পেশ করা হবে ভোট অব অ্যাকউন্ট।

310
বাজেটে বড় ঘোষণা

এবছর বজেটে বড় ঘোষণা করা হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ -সহ একাধিক বিষয়ে ঘোষণা করতে পারে। বেতন বৃদ্ধিরও সিদ্ধান্ত হতে পারে।

410
শিক্ষকদের ঘোষণা

এবার রাজ্য সরকার বাজেটে শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা করা হতে পারে। তেমনই গুঞ্জন নবান্নে। কারণ শিক্ষকদের ওপর দিয়ে রীতিমত ঝড় ঝাপটা যাচ্ছে

510
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক - রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে। যার অধিকাংশের এখনও পর্যন্ত কোনও রফাসূত্র পাওয়া যায়নি।

610
পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি

অনুমান করা হচ্ছে, এবার রাজ্য সরকার প্যারা টিচার বা পর্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করতে পারে।

710
৫ শতাংশ হারে বৃদ্ধি

২০১৭ সালে শেষবরের জন্য সরকারের তরফে টাকা বাড়ান হয়েছিল। ২০২২ সল থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাতা বাড়ান হচ্ছে।

810
রাজ্যে পার্শ্বশিক্ষক

রাজ্যে বর্তমানে ৪৪ হাজর পার্শ্ব শিক্ষক রয়েছে বলেও সরকারি সূত্রে খবর।

910
হাতে টাকা

প্রাইমারী স্কুলের প্যারা টিচাররা ৯৭৯৪ এবং আপার প্রাইমারী স্কুলের প্যারা টিচাররা ১২৭৬৬ টাকা পান। EPFO তে টাকা কাটার পরেই তারা এই টাকা হাতে পান বলে সূত্রের খবর।

1010
বেতন বাড়তে পারে এদের

এবার বাজেটে প্যারা টিচারদের সঙ্গে সঙ্গে বেতন বাড়াতে পারে শুক্ষা বন্ধু, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলান্টিয়ারদেরও।

click me!

Recommended Stories