চলতি সপ্তাহের ছুটির তালিকা
অর্থাৎ টানা মিলবে ছুটি। টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। এদিকে এই সপ্তাহ ধরেও রয়েছে ছুটি। চলতি সপ্তাহে ১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দ জয়ন্তী (জাতীয় যুব দিবস)। সে কারণে ছুটি। তারপর আগামী কাল অর্থাৎ ১৪ জানুয়ারি ছিল মকর সংক্রান্তি / মাঘ বিহুর ছুটি। এরই মাঝে ১৫ জানুয়ারি- উত্তরায়ণ পুণ্যকাল / পোঙ্গল / মাঘে সংক্রান্তি / মকর সংক্রান্তির ছুটি।