WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, টানা ৪ দিন ছুটি, ঘোষণা সরকারের

Published : Jan 13, 2026, 11:52 AM IST

জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মী এবং ব্যাঙ্ক কর্মীদের জন্য রয়েছে ছুটির লম্বা তালিকা। নেতাজি জয়ন্তী, সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই মাসে টানা ছুটি পাওয়া যাবে। সব মিলিয়ে এই মাসে একাধিক দিন সরকারি ও বেসরকারি দফতর বন্ধ থাকবে।

PREV
15

ছুটির তালিকা

বছরের শুরুতে এল দারুণ খবর। চলতি মাসে টানা মিলবে ছুটি। সাধারণত সকল রাজ্য সরকারি দফতর বন্ধ থাকে রবিবার দিন। আবারও কোথাও থাকে শনিবার ছুটি। এবার টানা মিলবে ছুটি। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চার দিন ছুটি পাবেন সকল রাজ্য সরকারি কর্মী।

25

টানা চার দিন ছুটি

আবার আগামী সপ্তাহেও পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি দফতর। ২৩ জানুয়ারি- নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী / সরস্বতী পূজা / শ্রী পঞ্চমী / বসন্ত পঞ্চমী / বীর সুরেন্দ্র সাই জয়ন্তীর ছুটি। ২৬ জানুয়ারি হল প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরই মাঝে ২৪ জানুয়ারি শনিবার আর ২৫ জানুয়ারি রবিবার। সব মিলিয়ে ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কাজ।

35

চলতি সপ্তাহের ছুটির তালিকা

অর্থাৎ টানা মিলবে ছুটি। টানা চার দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। এদিকে এই সপ্তাহ ধরেও রয়েছে ছুটি। চলতি সপ্তাহে ১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দ জয়ন্তী (জাতীয় যুব দিবস)। সে কারণে ছুটি। তারপর আগামী কাল অর্থাৎ ১৪ জানুয়ারি ছিল মকর সংক্রান্তি / মাঘ বিহুর ছুটি। এরই মাঝে ১৫ জানুয়ারি- উত্তরায়ণ পুণ্যকাল / পোঙ্গল / মাঘে সংক্রান্তি / মকর সংক্রান্তির ছুটি।

45

জানুয়ারি মাসের ছুটি

সব মিলিয়ে টানা থাকবে ছুটি। এই কদিন বন্ধ থাকবে সকল সরকারি দফতর। চলতি বছরে রয়েছে একাধিক ছুটির দিন। জানুয়ারি জুড়ে একাধিক দিন বন্ধ থাকবে সকল সরকারি দফতর। তেমনই এই সময় ছুটি আছে ব্যাঙ্কেও।

55

ব্যাঙ্কে ছুটি

এই মাসে টানা ১০ দিন রয়েছে রাজ্যের সমস্ত ব্যাঙ্কে ছুটি। ১ জানুয়ারি- নববর্ষ দিবস / গান-নাগাই কারণে ছুটি ছিল। ২ জানুয়ারি- মান্নাম জয়ন্তী / নববর্ষ উৎসব ছুটি ছিল। ৩ জানুয়ারি- হজরত আলীর জন্মদিন ছিল ছুটি। তারপর চলতি সপ্তাহে স্বামী বিবেকানন্দ, মকর সংক্রান্তির ছুটি। সঙ্গে ১৬ জানুয়ারি- তিরুবল্লুবর দিবস এবং ১৭ জানুয়ারি- উঝাবর তিরুনালর ছুটি আছে। সঙ্গে আগামী সপ্তাহে আছে নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী ও প্রজাতন্ত্র দিবসের ছুটি।

Read more Photos on
click me!

Recommended Stories