রাজ্যের সরকারি কর্মীদের সুখবর। আর কয়েক দিনের মধ্যেই নির্দিষ্ট কয়েকজন হাতে পাবেন হাজার হজার টাকা।
210
টাকার পরিমাণ
সরকারি ঘোষণা অনুযায়ী টাকার পরিমাণ ৬ হাজার টাকা থেকে ৬ হাজার ৮০০ টাকা।
310
একটি মাত্র শর্ত
তবে রয়েছে একটি মাত্র শর্ত। রাজ্য সরকরের যেসব কর্মীদের বেতন ৪২০০ টাকার ওপর তারাই হাতে পাবেন এই বাড়তি টাকা।
410
অ্যাডহক বোনাস
কয়েক দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে অ্যাডহক বোনাস। তাতে বলা হয়েছে ইদের আগেই হাতে পাওয়া যাবে টাকা।
510
ইদ
আগামী ৩১ মার্চ ইদ। তার আগেই নির্দিষ্ট সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে টাকা।
610
কারা পাবেন টাকা
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মুসলিম সরকারি কর্মীরা ইদের আগে হাতে পাবেন অ্যাডহক বোনাসের টাকা। আর হিন্দুরা পাবেন দুর্গপুজোর আগে।
710
অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি
গত বছরও সরকার অ্যাডহক বোনাস বাড়িয়েছিল। তা ৫ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ৬ হাজার করা হয়েছিল। এবার ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৮০০ টাকা করা হয়েছে।
810
পাবেন না টাকা
এই বোনাস পান না গ্রুপ এ-র কর্মীরা। তবে তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে।
910
ফেস্টিভ অ্যাডভান্স
সর্বোচ্চ ২০ হাজার টাকা সুদ মুক্ত ফেস্টিভ অ্যাডভান্স নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীদের বেতন ৪৪, ০০০ পার করেছে কিন্তু তাঁরা ৫২,০০০-এর কম বেতন পান তাঁরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন।
1010
এপ্রিলেই ডিএ
মার্চের শেষে অ্যাডহক বোনাসের পরই এপ্রিল মাসে ডিএ টাকা ঢুকবে রাজ্যের সরকারি কর্মীদের হাতে।