ইদের আগেই এই সরকারি কর্মীদের অ্যাকউন্টে ঢুকবে কড়কড়ে ৬৮০০ টাকা, এপ্রিলেই ডিএ

Published : Mar 22, 2025, 09:18 PM IST

AD Hoc Bonus: রাজ্য সরকার সম্প্রতি অ্যাডহক বোনাস ঘোষণা করেছে। ইদের আগেই রাজ্যের সরকারি কর্মীদের হাতে তুলে দেওয়া হবে ৬৮০০ টাকা। 

PREV
110
সুখবর সরকারি কর্মীদের জন্য

রাজ্যের সরকারি কর্মীদের সুখবর। আর কয়েক দিনের মধ্যেই নির্দিষ্ট কয়েকজন হাতে পাবেন হাজার হজার টাকা।

210
টাকার পরিমাণ

সরকারি ঘোষণা অনুযায়ী টাকার পরিমাণ ৬ হাজার টাকা থেকে ৬ হাজার ৮০০ টাকা।

310
একটি মাত্র শর্ত

তবে রয়েছে একটি মাত্র শর্ত। রাজ্য সরকরের যেসব কর্মীদের বেতন ৪২০০ টাকার ওপর তারাই হাতে পাবেন এই বাড়তি টাকা।

410
অ্যাডহক বোনাস

কয়েক দিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে অ্যাডহক বোনাস। তাতে বলা হয়েছে ইদের আগেই হাতে পাওয়া যাবে টাকা।

510
ইদ

আগামী ৩১ মার্চ ইদ। তার আগেই নির্দিষ্ট সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে টাকা।

610
কারা পাবেন টাকা

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মুসলিম সরকারি কর্মীরা ইদের আগে হাতে পাবেন অ্যাডহক বোনাসের টাকা। আর হিন্দুরা পাবেন দুর্গপুজোর আগে।

710
অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি

গত বছরও সরকার অ্যাডহক বোনাস বাড়িয়েছিল। তা ৫ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ৬ হাজার করা হয়েছিল। এবার ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

810
পাবেন না টাকা

এই বোনাস পান না গ্রুপ এ-র কর্মীরা। তবে তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে।

910
ফেস্টিভ অ্যাডভান্স

সর্বোচ্চ ২০ হাজার টাকা সুদ মুক্ত ফেস্টিভ অ্যাডভান্স নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীদের বেতন ৪৪, ০০০ পার করেছে কিন্তু তাঁরা ৫২,০০০-এর কম বেতন পান তাঁরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন।

1010
এপ্রিলেই ডিএ

মার্চের শেষে অ্যাডহক বোনাসের পরই এপ্রিল মাসে ডিএ টাকা ঢুকবে রাজ্যের সরকারি কর্মীদের হাতে।

click me!

Recommended Stories