বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। আশা সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের রায় নিয়ে আশার আলো দেখছেন সরকারি কর্মীদের একাংশ। রাজ্য সরকার ভোটের আগে সংবেদনশীল হয়ে মিটিয়ে দিতে পারে ডিএ। আশা সরকারি কর্মীদের।
জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেল। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় নিয়ে কোনও উচ্চবাচ্চা করেনি। সরকারি কর্মীদের আশা জানুয়ারি মাসেই হয়তো রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু সেখান থেকে এখনও কোনও আপডেট নেই। এই অবস্থায় সরকারি কর্মীদের আশা রাজ্য সরকার ভোটের আগেই তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে। যদিও নবান্ন এখনও কিছুই বলেনি।
25
নজরে নির্বাচন
রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস সরকারের নজরে নির্বাচন। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার। সেখানে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র কথা থাকতে পারে বলে অনুমান কর্মীদের।
35
ভোটের আবহেই কপাল খুলবে?
অতীতেও একাধিকবার দেখা গেছে ভোটের আবহে সরকারি কর্মীদের কপাল খুলে গেছে। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি কর্মীরা শেষবারের মত ডিএ পেয়েছিলেন ২০২৫ সালের ১ এপ্রিল। গতবার বাজেটেই শেষবার ডিএ বৃদ্ধি করেছিল সরকার। সেবার ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ডিএ বা রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে একটি হালকা ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে চিন্তাভাবনা করছে। তাতেই রাজ্যের সরকারি কর্মীদের আশা বাড়ছে ভোটের আগে ডিএ নিয়ে।
55
সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায়
রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে। ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু তার পরে এখনওএ পর্যন্ত রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের আশা বিধানসভা নির্বাচনে আগেই ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট।