মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী, সরস্বতী পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

Published : Jan 18, 2026, 06:33 AM IST

WB Winter Alerts: মাঘের শুরুতে ফের জাঁকিয়ে ঠান্ডা নাকি আরও খানিকটা বাড়বে তাপমাত্রা? রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের আবহাওয়া কেমন থাকবে?

আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবার থেকে হাওয়া বদল এবং সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

26
কতদিন এইরকম শীত থাকবে বাংলায়?

আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। শনিবার পর্যন্ত উত্তরের হাওয়া বইবে। আপাতত শীতের স্পেল বজায় থাকবে রবিবার পর্যন্ত। আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

36
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। আজ, শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে। উইকেন্ডে কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

46
তাপমাত্রা নিয়ে বড় আপডেট

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা - ১৩.১ ডিগ্রি সেলসিয়াস‌। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আজ বিকেলের পর থেকে এবং রবিবার আরো ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। শীতের স্পেল বজায় থাকবে সোমবার পর্যন্ত। ৩১ জানুয়ারির পর থেকে শীত আসতে আসতে বিদায় নিতে শুরু করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তবে আশার খবর হল, আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না।

56
শীতের মধ্যেই বাড়বে তাপের পারদ

কিন্তু পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। রাজ্যে আচমকাই এমন শীতের মেজাজ বিগড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ শীতপ্রেমীদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা বাড়ার নেপথ্যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবার। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। এদিকে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বেড়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

66
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে গত কয়েকদিনে। কুয়াশার দাপটও বেড়েছে একইসাথে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। সর্বোচ্চ ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস।

Read more Photos on
click me!

Recommended Stories