রাজ্যপাল একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, 'আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন। ' রাজ্যপালের এই মন্তব্যের পরই টুইট করেছেন ব্রাত্য বসু।
রাজ্যপালের মধ্যরাতে অ্যাকশনের নেওয়ার পাল্টা শিক্ষামন্ত্রীর বার্তা। তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে নাম না করে রাজ্যপালকেই নিশানা করেন। শুধুনমাত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসের বলা কথা দুটি তুলে নিয়েই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নগরবাসীকে সাবধান করেছেন। সেখানেই তিনি 'রাতের রক্তচোষা' শব্দটি উল্লেখ করেছেন। অনেকেরই মতে রাজ্যপালকে উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছেন ব্রাত্য বসু।
টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্রাত্য বসু লিখেছেন, 'মধ্যরাত পর্যন্ত দেখুন, অ্যাকশন দেখুন' রাজ্যপালের বলা এই কথাগুলি লেখার পরই শিক্ষামন্ত্রী বলেছেন, 'সাবধান ! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার! নাগরিকরা দয়া করে নিজের দিকে খেয়াল রাখুন। ভারতীয় পুরাণ অনুসারে রাক্ষস প্রহর-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।'
ঘটনার শুরু শনিবার সকালে। রাজ্যপাল একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, 'আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন। ' রাজ্যপালের এই মন্তব্যের পরই টুইট করেছেন ব্রাত্য বসু।
PM Modi: জি ২০ বৈঠকে ফলাফলের হিসেবে পূর্ববর্তী দেশগুলির তুলনায় এগিয়ে ভারত, বললেন নরেন্দ্র মোদী
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়গুলিতে একের পর এক অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে কিছু দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি রাজভবনকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। যদিও তারপর তেমন কোনও লাভ হয়নি। রাজ্যপাল পিছপা হননি।
PM Modi on Morocco: ভারত পাশে থাকবে, জি২০-র উদ্বোধনী ভাষণে মরক্কো নিয়ে বার্তা মোদীর
তবে উপাচার্য নিয়োগের পর রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের নতুন সংঘাত তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের তলব করা নিয়ে। শিক্ষামন্ত্রী রেজিস্ট্রারদের তলব করেছিলেন। সেখানে ১৭ জন অনুপস্থিত ছিলেন। যা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেন ব্রাত্য বসু। তিনি বলেন, রাজভবন থেরে হুমকি দেওয়া হয়েছিল তাই ১৭ জন রেজিস্ট্রার বৈঠকে আসেননি। তারপরই তিনি রাজ্যপালকে নিশানা করেন বলেন, 'তাহলে হুমকির বাতাবরণ তৈরি করছে কে? কে ভয় দেখাচ্ছে? রাজার বাড়ি না বিকাশ ভবন?' শনিবার সকালেই শিক্ষামন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হল তিনি মধ্যরাতে অ্যাকশনের হুঁশিয়ারি দেন।
MLA salary Hike: পুজোর আগেই সুখবর! এক ধাক্কায় হাজার হাজার টাকা বাড়ল বিধায়কদের বেতন
রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবাদে জড়িয়ে ছিলেন। মুখ্যমন্ত্রী রাজভবনে ধর্না দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বলেছিলেন, 'মুখ্যমন্ত্রী আমার সম্মানিত সহকর্মী। রাজভবনে তাঁকে স্বাগত জানাই। তিনি রাজভবনের ভিতরে আসতে পারেন। এখানে তাঁর সমস্ত বিক্ষোভ মঞ্চস্থ করতে পারেন। তিনি এখানে প্রদর্শনের জন্য রাজভবনের সম্মানিত অতিথি হিসেবে আসতেই পারেন।'