কেক কিনতে যাওয়াই হল কাল! পাঁচ বছরের খুদের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড সৎ দাদার

 নবদ্বীপ ব্লকের (CMCB) চর মাজদিয়া চর ব্রম্ভনগর গ্রাম পঞ্চায়েতের কপালি পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাস। তাঁর স্ত্রীর দুই বিয়ে। প্রথম পক্ষের ঘরে ২০ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। তার নাম সুমন দত্ত। অভিযুক্ত সুমন দত্ত এতদিন মুম্বইতে থাকত বলে পরিবার সূত 

Nadia News: দাদাকে বিশ্বাস করে কেক কিনতে যাওয়াই কাল হল ভাইয়ের। ব্যক্তিগত আক্রোশ থেকে সৎ ভাইয়ের জীবন নিয়ে ছাড়ল দাদা! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে (Nadia Crime News)। বছর পাঁচের সৎ ভাইকে নৌকা থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে।

জানা গিয়েছে, নবদ্বীপ ব্লকের (CMCB) চর মাজদিয়া চর ব্রম্ভনগর গ্রাম পঞ্চায়েতের কপালি পাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাস। তাঁর স্ত্রীর দুই বিয়ে। প্রথম পক্ষের ঘরে ২০ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। তার নাম সুমন দত্ত। অভিযুক্ত সুমন দত্ত এতদিন মুম্বইতে থাকত বলে পরিবার সূত্রে খবর তার বাড়ি গুপ্তিপাড়া এলাকায়। নিজের জন্মদিনের জন্য শনিবার সে বাড়িতে আসে। এরপর মায়ের সঙ্গে দেখা করতে জয়দেব বিশ্বাসের বাড়িতে আসে সুমন নামের ওই যুবক (West Bengal News)।

Latest Videos

সূত্রের খবর, মাকে সে জন্মদিনের কথা জানালে বাড়িতে শুরু হয় জন্মদিনের তোড়জোড়। এরপরই ভাইকে সঙ্গে নিয়ে নবদ্বীপ বাজারে কেক কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, নৌকা যখন নবদ্বীপের বড়ালঘাটের কাছাকাছি চলে আসে তখনই সে সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেয়। আসেপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগে ততক্ষণে বেপাত্তা হয়ে যায় ওই যুবক।

এদিকে রাত পর্যন্ত দুই ছেলে বাড়িতে না ফেরায় দুশ্চিন্তা শুরু করে তাঁদের পরিবারের লোকজনেরা। এমনকি বারবার ফোন করলেও সুমনের ফোন সুইচ অফ বলে দাবি করেন পরিবারের লোকেরা (Crime News)। পরে বাড়িতে দুঃসংবাদ আসে। কিন্তু কেন হঠাৎ করে এমন কাণ্ড ঘটাল সুমন তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। অভিযুক্তের খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই এলাকায়। বড় ছেলে এই ক্ষতি করবে, বিশ্বাস করতে পারছেন না বাড়ির কেউই। অন্যদিকে নিখোঁজ শিশুর খোঁজ পেতে নবদ্বীপে গঙ্গায় ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। শুধু তাই নয়, গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ (Nabadwip Police)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী