শাসকের ঘর ভাঙছে কংগ্রেস! ভগবানগোলায় 'হাত' ধরলেন শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক

Published : Mar 23, 2025, 04:22 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন (West Bengal Election News)। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব পক্ষই। তার মধ্যে ফের তৃণমূলে ভাঙন! এবার জোড়াফুল ছেড়ে 'হাত' ধরলেন প্রায় ৬০০ জন প্রাক্তন তৃণমূল কর্মী সমর্থক। কংগ্রেসে যোগ জানুন..

TMC News: বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন (West Bengal Election News)। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব পক্ষই। তার মধ্যে ফের তৃণমূলে ভাঙন! এবার জোড়াফুল ছেড়ে 'হাত' ধরলেন প্রায় ৬০০ জন প্রাক্তন তৃণমূল কর্মী সমর্থক। কংগ্রেসে যোগ দেওয়ার তালিকায় রয়েছেন ISF প্রাথীও। একসঙ্গে এত জন মানুষের দল বদলে ভোটের বাজারে কংগ্রেসের হাত আরও শক্ত হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, শাসক দলে ভাঙন ধরাল কংগ্রেস (Congress News)। ভগবানগোলা-১ ব্লক এবং সামসেরগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস থেকে আইএসএফের প্রার্থী মিলিয়ে প্রায় ছ'শো কর্মী রবিবার কংগ্রেসে যোগ দেন। এ দিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা কংগ্রেস দলে যোগ দেন বলে জানা গিয়েছে। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন। রাজ্যের শাসক দলের নেতৃত্বরা এদিন কংগ্রেসে যোগ দিয়ে জানান, তৃণমূল বলতে এখন মানুষ বোঝে কাটমানি, দুর্নীতি আর স্বজনপোষণ। তাই তৃণমূলে থাকতে না পেরে কংগ্রেস দলে যোগ দিলেন বলেও জানিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে আইএসএফের প্রার্থী হয়েছিলেন, সেই মসিদুল আলম কংগ্রেস দলে যোগ দেন। এ ছাড়া সামসেরগঞ্জ থেকে রয়েছেন তাসিরউদ্দিন আহমেদ, যিনি তৃণমূলের জেলা সহ-সভাপতি পদে ছিলেন। ফিরদৌস শেখ ছিলেন যুব তৃণমূলের সভাপতি। এ ছাড়াও সামসেরগঞ্জের সিপিএম নেতা গোল মহম্মদ শেখ। তিনিও এদিন কংগ্রেসে যোগ দেন।

অন্যদিকে, আগামী ২০ এপ্রিল কলকাতায় শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ রয়েছে ব্রিগেড সমাবেশ। এই সমাবেশকে সফল করতে প্রচার এবং অর্থ সংগ্রহে নেমেছেন সিআইটিইউ কর্মীরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন জলপাইগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এই প্রচার এবং অর্থ সংগ্রহ করা হয়। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সাধারণ, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের বৃহত্তর সমাবেশ হতে চলেছে এই ব্রিগেড সমাবেশ। এদিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, নীলাঞ্জন নিয়োগী, নারায়ণ কুন্ডু, অপূর্ব বিষ্ণু, মৃণাল রায়, শিক্ষক নেতা সুব্রত চক্রবর্তী, অভিজিৎ নাগ প্রমূখ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ