Weather Updates: বাংলার ওপর গভীর নিম্নচাপ, শনিবারে আরও বাড়বে বৃষ্টি, রইল আবহাওয়ার আপডেট

Published : Jul 26, 2025, 06:44 AM IST

পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু। আজ শনিবার এবং রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি।

PREV
16

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার বেড়েছে বৃষ্টির পরিমাণ। এবার আজ শনিবার আরও বাড়বে বৃষ্টি। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। শহর কলকাতা তো বটেই বিভিন্ন জেলাতে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট।

26

সূত্রের খবর, আজ শনিবার সারা দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। কোনও কোনও জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। এই নিম্নচাপ চলবে বুধবার পর্যন্ত।

36

আলিপুর আবহাওয়া দফর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বাকি জেলাতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারেও সারাদিন হয়েছে বৃষ্টি। আজ শনিবার আরও বাড়বে বৃষ্টি।

46

শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ক্রমণ উপকূলের দিকে তা এগিয়ে আসবে। জানা যাচ্ছে, এই নিম্নচাপের গতিপথ বাংলা ও ওড়িশার উপকূল হয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে।

56

আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এছাড়া কমলা সতর্কতা জারি আছে পুরুলিয়া, ঝাড়গ্রামে, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলায় আছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুুয়ারে হবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি আছে এই সব জেলায়। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সহ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

66

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। তেমনই রবিবারও হবে ভারী বৃষ্টি। এই দিন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। সোমবার থেকে আরও বৃষ্টি বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া।

Read more Photos on
click me!

Recommended Stories