আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এছাড়া কমলা সতর্কতা জারি আছে পুরুলিয়া, ঝাড়গ্রামে, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। বাকি সব জেলায় আছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুুয়ারে হবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি আছে এই সব জেলায়। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সহ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।