ফের দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলা। শনিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭–২০ সেমি)।