বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুই নিরামিষ খাবার! মেনু নিয়ে বড় দাবি সুকান্ত মজুমদারের

Published : Jan 26, 2026, 12:29 PM IST
Vande Bharat Sleeper: Middle & Low-Income Families’ Next-Gen Ride

সংক্ষিপ্ত

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুই পাওয়া যাবে নিরামিশ খাবার পাওয়া যাবে- এমনটাই দাবি করছেন অনেকে। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে এই বিতর্ক নিয়ে এবার বড় দাবি করলেন রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

সদ্যোই উদ্বোধন হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে গুয়াহাটি আপ-ডাউন করছে। তবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুই পাওয়া যাবে নিরামিশ খাবার পাওয়া যাবে- এমনটাই দাবি করছেন অনেকে। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে এই বিতর্ক নিয়ে এবার বড় দাবি করলেন রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন এই বিষয় নিয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, নিরামিশের সঙ্গে আমিষ খাবারও থাকবে বন্দে ভারত স্লিপার ট্রেনে।

সুকান্ত মজুমদারের দাবি

বন্দে ভারতের খাবার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে তিনি কথা বলেছেন রেলমন্ত্রীর সঙ্গে। এমনটাই জানিয়েছে বাংলার একটি সংবাদ মাধ্যম। সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'পরশু রেলমন্ত্রীর আপ্ত সহায়কের সঙ্গে আমি যোগাযোগ করেছিলান। তারপর রেলমন্ত্রী গতকাল আমাকে ফোন করেন। আমি ওঁকে জানান বন্দে ভারতের স্লিপারের মেনুতে শুধুই নিরামিষ খাবার থাকায় তার অন্য ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস। তারপরই রেলমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন।' সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ খাবার চালু করার কোনও পরিকল্পনা রেলের ছিল না। যেহেতু ট্রেনটি সদ্যই চালু হয়েছে তাই এখনই সমস্ত পরিষেবা দেওয়া যায়নি। আপাতত শুধুমাত্র নিরামিষ খাবারই দিয়েই মেনু ঠিক করা হয়েছে। তবে দ্রুত তাতে যুক্ত করা হবে আমিষ খাবার।

সম্প্রতি দেশের প্রথম বন্দে ভারত স্লিপাল ট্রেনের উদ্ধোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই এই ট্রেনের মেনুকার্ড প্রকাশ করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রীরা টিকিট কাটতে গিয়ে দেখেন সেখানে আমিষ খাবারের কোনও অপসাননেই। পাশাপাশি খাবার লাগবে না এমন কোনও অপসানও নেই। শুধুমাত্র নিরামিষ খাবারই রয়েছে। যাতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আর তাই সেই বিষয়টি নিয়ে রাজ্যের সাংসদ দৃষ্টি আকর্ষণ করেছেন রেলমন্ত্রী।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR: সন্দেহজনকদের তালিকায় 'DM' 'UM' দুটি শব্দ, চিন্তায় ফেলছে ভোটারদের,
LIVE NEWS UPDATE: বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুই নিরামিষ খাবার! মেনু নিয়ে বড় দাবি সুকান্ত মজুমদারের