Published : Jun 16, 2025, 01:42 PM ISTUpdated : Jun 16, 2025, 01:43 PM IST
তাপমাত্রা কমে আসায় এবং বর্ষার পূর্বাভাস থাকায় রাজ্য সরকার গরমের ছুটি আর বাড়াচ্ছে না, এবার বর্ষার ছুটি পড়বে রাজ্যের সরকারি স্কুলগুলিতে? বড় আপডেট দিল নবান্ন
আর গরমের ছুটি নয়, দাবদাহ কমতেই এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোনও ভাবেই আর বাড়ানো হবে না গরমের ছুটি তবে কি এবার বর্ষার ছুটি দিচ্ছে রাজ্য সরকার?
27
সোমবার থেকে তাপমাত্রা কমেছে অনেকেটাই। তারমধ্যে মঙ্গলবার থেকে বর্ষা আসার পূর্বাভাস দিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে এবার আর স্কুল ছুটি দেওয়া চলবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কি পড়তে পারে বর্ষার ছুটি?
37
গত সপ্তাহে তীব্র দাবদাহের কারণে ২ দিন অতিরিক্ত ছুটি দিয়েছিল রাজ্য সরকার। এরপরেও গরম থাকলে ছুটি বাড়ানোর দাবি করেছিল অনেকেই। সেই দাবির কারণেই কি এবার বর্ষার ছুটি দেওয়া হবে?
তবে তার আর প্রয়োজন হবে না বলেই মনে করছে পর্ষদ। যেহেতু তাপমাত্রা বেশ খানিকটা কমেছে তাই আর আপাতত বাড়ছে না ছুটি। আর বর্ষায় ছুটি দেওয়ার তো কোনও প্রশ্নই ওঠে না বলে জানা গিয়েছে।
57
ভয়ঙ্কর গরমে নাভিশ্বাস ছুটেছে মানুষের। পারদ চড়ছিল চড়চড়িয়ে যার দরুন স্কুল ছুটি না পড়ায় দুশ্চিন্তায় ছিল বহু বাবা-মা।
67
সামার ভ্যাকেশন শেষ হয়ে স্কুল খুলেছে ২ জুন। পরে ভয়ঙ্কর গরমের কারণে বাড়তি ছুটি পড়ে আরও ২ দিন।
77
এরপর আরও বেশ কয়েকদিন গ্রীষ্মের ছুটি পড়ার কথা হয়েছিল। কিন্তু এবার বর্ষা আসার খবরে আর ছুটি পড়ছে না স্কুলগুলোতে। আপাতত পড়বে না বর্ষার ছুটিও।