ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা? রইল নয়া আপডেট

Published : Oct 28, 2025, 06:48 AM IST

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা তীব্র রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জেনে নিন বিস্তারিত

PREV
16

দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মন্থা। বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে এটি আরও ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

26

মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে। সেই সময় এর গতিবেগ হবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। আগামী ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলায় উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের।

36

এই ঘূর্ণিঝড়ের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ৩১ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে হবে অতিভারী বৃষ্টি। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ওই দিন ভারী বৃষ্টি হবে মালদা ও উত্তর দিনাজপুরেও।

46

৩০ অক্টোবরও ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সব জেলায় বজ্রপাত হবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

56

আজ থেকে দক্ষিণবঙ্গেও আছে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলায় পর্যন্ত হবে ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হবে ভারী বৃষ্টি। আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

66

তেমনই আজ মঙ্গলবার কলকাতায় সকাল থেকে থাকবে মেঘলা আকাশ। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।

Read more Photos on
click me!

Recommended Stories