- Home
- West Bengal
- West Bengal News
- ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Weather Update: মোটের ওপর রোদ ঝলমলে ছিল কালীপুজো। সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু এখন প্রশ্ন কেমন থাকবে ভাইফোঁটার আবহাওয়া। তারই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপেরও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

কেমন থাকবে ভাইফোঁটার আবহাওয়া?
মোটের ওপর রোদ ঝলমলে ছিল কালীপুজো। সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু এখন প্রশ্ন কেমন থাকবে ভাইফোঁটার আবহাওয়া। তারই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপেরও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
নিম্নচাপ ঘনীভূত
আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ব বলেছেন, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি শক্তিসঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে। এটি রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটির অভিমুখ তামিলনাড়ু পদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায়।
ভাইফোঁটার আবহাওয়া
দীপাবলি ও ভাইফোঁটায় থাকবে ঝলমলে আকাশ। বৃষ্টির কোনও আশঙ্কা নেই। সকালে সামন্য কুয়াশা ও ধোঁয়াশা থাকতে পারে। পাহাড়ে সকালের দিকে থাকবে কুয়াশা। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ থাকবে।
হাওয়া বদল সপ্তাহ শেষে!
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ভাইফোঁটার পর অর্থাৎ শুক্রবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার আরও বৃষ্টি বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা। শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং আর কালিম্পং-এ। শনিবার থেকে পাহাড়ে বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাহাড় ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভাইফোঁটার দিনে বৃষ্টির পূর্বাভাস নেই।

