DA মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত সুপ্রিম কোর্টে, পুজোর মুখেই জট কাটবে মামলার?

Published : Sep 06, 2025, 09:09 AM IST

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত। কী এই পার্ট হার্ড মামলা? এতে কতটা সুবিধে হবে? কীভাবে শুনানি হবে ? এক নজরে দেখে নিন ছবিতে। 

PREV
16
সুপ্রিম কোর্টে ডিএ মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে উঠেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। দুপুর ২টোয় শুনানি হবে। সেখানে মূল মামলার সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলারও শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্ট সূত্রের খবর। কিন্তু কী এই পার্ট হার্ড মামলা? এতে কতটা সুবিধে হবে? কীভাবে শুনানি হবে ? এক নজরে দেখে নিন ছবিতে।

26
ডিএ মামলা পার্ট হার্ড

এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এটি এবারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। পার্ট হার্ড-এর অর্থ হল, যে বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে। সেই বেঞ্চেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। বেঞ্চের কোনও পরিবর্তন হবে না। বিচারপতিদের রোস্টারের পরিবর্তন হলেও বেঞ্চের কোনও পরিবর্তন হবে না।

36
ডিএ মামলার শুনানির বেঞ্চ

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানির জন্য তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠবে মামলাটি। বিচারপতি সঞ্জয় করোলের অধীনে এই মামলার ১১ -১২টি শুনানি হয়েছে। তিনি এই মামলার খুঁটিনাটি বিষয় জানেন। তাই এই বেঞ্চ থেকে আর সরানো হবে না ডিএ মামলা।

46
ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি

কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। একাধিকবার পিছিয়ে গিয়েছে ডিএ মামলা।

56
বকেয়া ২৫% DA মেটাতে নির্দেশ

২৭ জুনের মধ্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা না দিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

66
হতাশ রাজ্য সরকারি কর্মীরা

সুপ্রিম কোর্টে একাধিকবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা পিছিয়ে যাওয়ায় রীতিমত হতাশ রাজ্য সরকারি কর্মীরা। আইনজীবীদের খরচও তাদের গুণতে হচ্ছে। তাই রাজ্য সরকারি কর্মীরা চাইছেন সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করুন ডিএ মামলা। এভাবে দিনের পর দিন লড়াই করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তাঁরা।

Read more Photos on
click me!

Recommended Stories