রাজীব কুমারের আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিবিআই। ৬ বছর পরে সেই মামলার শুনানি হবে সোমবার। প্রস্তুতি জোর কদমে। ৬ বছর পরে সুপ্রিম কোর্টে উঠছে সেই মামলা।
প্রায় ৬ বছর পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমারের জামিনের বিরুদ্ধে সিবিআই-এর দায়ের করেছিল মামলাটি। সোমবার মামলাটি উঠবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে।
25
মামলাটির তালিকা
আদালত সূত্রের খপব মামলাটি শুনানির তালিকায় ১ নম্বরে রয়েছে। ২০১৯ সালে রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের আগাম জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। রাজীব কুমারকে সেই সময় আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
35
এতদিনে ২ বার শুনানি
২০১৯ সালে ১ অক্টোবর রাজীব কুমার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তিন দিনের মধ্যেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এই বছরই ২৫ নভেম্বর ও ২৯ নভেম্বর মাত্র দুই বার মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্ট। ২০ ডিসেম্বর মামলাটির জন্য নোটিশ পান। তারপর একাধিক আবেদন জমা পড়লেও মামলাটির কোনও অগ্রগতি হয়নি।
সারদা চিটফান্ড নিয়ে প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার। তারপর আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। সেই সময়ই সিবিআই অভিযোগ করে রাজীব কুমার প্রয়োজনীয় সহযোগিতা করছে না। তদন্ত সংক্রান্ত তথ্য তুলে দিচ্ছে না। তারপরই রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার পদক্ষেপ শুরু করে সিবিআই। সেই সময়ই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার।
55
কলকাতা হাইকোর্টে আগাম জামিন
২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। তারপর তা প্রত্য়াহার করে। তবে শীর্ষ আদালত রাজীব কুমারকে জানিয়ে দেয় চাইল তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন। সেই অনুযায়ী রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানায়। কলকাতা হাইকোর্ট তা মঞ্জুর করে। তারপরই সিবিআই এই আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।