নিরাপত্তা নিয়ে প্রশ্ন নির্যাতিতার বাবার
দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।
মেডিকেল ছাত্রীর বাবার মতে, সে এক সহপাঠীর সঙ্গে কিছু খেতে বেরিয়েছিল। কিন্তু, দুই-তিনজন অন্য লোক এসে তাকে ধর্ষণ করে। তিনি বলেন, সেই সহপাঠী তখন "তাকে ফেলে পালিয়ে যায়।"
"রাত ১০টায়, ওর এক বন্ধু আমাদের ফোন করে জানায় যে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমরা জলেশ্বরে থাকি। আমার মেয়ে এখানে পড়াশোনা করত। গতকাল, ওর এক সহপাঠী ওকে কিছু খাওয়ানোর অজুহাতে বাইরে নিয়ে যায়, কিন্তু যখন দুই-তিনজন অন্য লোক আসে, তখন সে ওকে ফেলে পালিয়ে যায়। ওরা ওকে ধর্ষণ করে... এই ঘটনাটি রাত ৮:০০ থেকে ৯:০০ টার মধ্যে ঘটেছে। হোস্টেল অনেক দূরে ছিল, আর ও এখানে খেতে এসেছিল। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়... এত বড় একটা ঘটনা ঘটল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে কোনো সিস্টেম নেই, কোনো সাড়া নেই..." ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন।