সাংসদ থেকে স্কুলের দিদিমণি রচনা বন্দ্যোপাধ্যায়, খতিয়ে দেখলেন স্কুলে কী কী সমস্যা রয়েছে

Published : Aug 01, 2024, 08:49 PM IST
rachana

সংক্ষিপ্ত

স্কুলে ‘সারপ্রাইজ ভিজিট’ সাংসদের। রীতিমতো চমকে দিচ্ছেন সকলকে। বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্যান প্রাথমিক স্কুলে যান রচনা। সেখানে পড়ুয়াদের রীতিমতো দিদিমণির মতো পড়া ধরেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। 

এবার দিদিমণির ভূমিকায় দিদি নম্বর 1। সদ্য হুগলির সাংসদ নির্বাচিত হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হওয়ার পরে গিয়েছিলেন নিজের সংসদীয় এলাকায়। কখনও হাসপাতাল তো কখনও স্কুল। সর্বত্রই যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা দিয়েছিলেন, ভোটের পরেও মানুষের পাশে থাকবেন। সেই কথা রাখছেন রচনা। বৃহস্পতিবার তিনি একটি স্কুলে যান। সেখানে গিয়ে কচিকাচাদের সঙ্গে সময় কাটান।

স্কুলে ‘সারপ্রাইজ ভিজিট’ সাংসদের। রীতিমতো চমকে দিচ্ছেন সকলকে। বৃহস্পতিবার পাণ্ডুয়ার খন্যান প্রাথমিক স্কুলে যান রচনা। সেখানে পড়ুয়াদের রীতিমতো দিদিমণির মতো পড়া ধরেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়। এদিন স্কুল পরিদর্শনে গিয়ে পঞ্চম শ্রেণীতে ঢোকেন রচনা ব্যানার্জি। তখন ক্লাসে পড়াচ্ছিলেন বাংলার মাস্টারমশাই। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা হাতে বই তুলে নেন। ক্লাসের ছাত্র-ছাত্রীদের বানান জিজ্ঞাসা করেন। পরে স্কুলচত্বর ঘুরে দেখেন রচনা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রচনা বলেন, “খুব সুন্দর স্কুল হচ্ছে। সকলে সুন্দর পড়াশোনা ভালো করছে। সবই ভাল। তবে কয়েকটা ক্লাসে মেঝেতে বসতে হচ্ছে। টেবিল চেয়ার নেই। সেটা দরকার। আর একটা দু’টো ঘর হলে ভাল হয়। কারণ চাঙড় খুলে পড়তে পারে বলে একটা দু’টো ঘর বন্ধ করে রেখেছে। ওগুলো ঠিক করলেই ঘরটা ঠিকঠাক হয়ে যাবে। মোটামুটি সব ঠিকঠাকই আছে। মিডডে মিলের ব্যবস্থাও আছে। সমস্যাগুলি খতিয়ে দেখবেন বলেও ইঙ্গিত দিয়েছেন রচনা।

এর কয়েকদিন আগে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ। বৃহস্পতিবার যান পাণ্ডুয়া হাসপাতালে। রোগীদের মাঝে ভিড় দেখে সাংসদ প্রশ্ন করেন, এত ভিড় কেন এখানে? রোগীর পরিজনদের জন্য টিকিট চালু করার কথাও বলেন সাংসদ। রোগীদের মাঝে এত ভিড় কমাতে গেটে সিকিউরিটি বসানোর কথাও বলেন তিনি। বলে যান, এক মাস পরে আবার আসবেন তিনি। দেখে যাবেন, কাজ হল কি না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন