তবে বিরোধী দলনেতার মন্তব্যে চুপ করে নেই মুখ্যমন্ত্রীও। কেন্দ্রীয় সরকাররের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। বাংলার অর্থনৈতিক অবস্থা নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন তিনি।
বঞ্চনার শিকার বাংলা, এই অভিযোগে অম্বেডকর মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর ধর্নার আবহেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে পালটা হুঙ্কার শুভেন্দুর। দুর্নীতির জন্য কেন্দ্রের থেকে এক টাকাও পাবে না রাজ্য। রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু। তাঁর কথায়,'লাগামছাড়া দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে ২৭ নম্বর ধারা জারি করেছে। আর একটাও টাকা পাবে না রাজ্য।' তবে বিরোধী দলনেতার মন্তব্যে চুপ করে নেই মুখ্যমন্ত্রীও। কেন্দ্রীয় সরকাররের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। বাংলার অর্থনৈতিক অবস্থা নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন তিনি।
'নিঃস্ব বাংলা', রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা বলতে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গে মমতা বললেন,'তুমি যতই ২৭ নম্বর ধারা লাগাও, নির্বাচনের সময় জনগণ ৪২০ব লাগিয়ে দেবে।' প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন লোকসভা নির্বাচনে সব রাজনৈতিক দলগুলিকে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিন মমতা বলেন লোকসভা নির্বাচনে দেশের আম আদমির সঙ্গে সরাসরি বিজেপির লড়াই হবে। তিনি বলেন দেশের গণতন্ত্র বাঁচাতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি - এক জোট হয়ে বিজেপিকে পরাস্ত করবে।
এদিন কেন্দ্রের জনবিরোধী নীতি নিয়ে মমতা আক্রমণ করেন বিজেপিকে। তিনি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন। ধর্নামঞ্চ থেকেই ছড়া কেটে বলেন, 'বলো কি নন্দলাল ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনি পয়সার চাল!' পাশাপাশি বিজেপি যে দল ভাঙায় আর ইডি সিবিআই-এর ভয় দেখিয়ে নেতাদের তাদের দলে নিয়ে যায় সেই অভিযোগও করেন। মমতা ধর্মামঞ্চেই 'বিজেপি ওয়াশিং মেশিনে'কাপড় কেচে বিজেপির বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তৃণমূল বলে বিজেপিকে সম্প্রতি ওয়াশিং মেশিন পার্টি বলেও কটাক্ষ করে।