আরও কাছাকাছি দিলীপ-শুভেন্দু, ভোটের আগে বদলে যাচ্ছে BJPর রাজনৈতিক সমীকরণ

Published : Jan 31, 2026, 10:21 AM IST

Suvendu-Dilip Relation: ভোটের আগেই বিজেপিতে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। পুরনো বিবাদ দূরে সরিয়ে আরও কাছাকাছি আসছে দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী। তেমনই জল্পনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। গত কয়েকটি বৈঠকে তেমনই দেখা যাচ্ছে।  

PREV
16
দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী

রাজ্য বিজপির জনপ্রিয় দুই নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। একজন প্রথম থেকেই বিজেপির সদস্য। সংঘ পরিবার তাঁকে পাছিয়েছিল বিজেপিতে। আর দ্বিতীয় জন, অর্থাৎ শুভেন্দু অধিকারী দলবদল বিজেপি নেতা। তিনি তৃণমূলথেকে বিজেপিতে এসেছেন। যদিও বর্তমানে তিনি রাজ্য বিজেপির অন্যতম মুখ। রাজ্যের বিরোধী দলনেতাও। অন্যদিকে বর্তমানে বিজেপির কোনও পদে নেই দিলীপ।

26
দিলীপ-শুভেন্দু সমীকরণ

বিজেপির অন্দরে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর সমীকরণ বরাবরাই 'মধুর' বলে শোনা যায়। যদিও প্রকাশ্যে তেমন বিবাদে জাড়ান না। কিন্তু একে অপরের নাম না নিয়ে কটাক্ষ করতে একাধিকবার শোনা গিয়েছে। কিন্তু বিধানসভা ভোট সম্মুখে। আর সেই কারণে বিজেপি সূত্রের খবর দিল্লির চাপে কিছুটা হলেও সমীকরণ বদলাচ্ছে বিজেপির অন্দরে। 'কাছাকাছি ' আসছেন দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী।

36
এক মঞ্চে দিলীপ-শুভেন্দু

গত ২৭ থেকে ২৮ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের কর্মসূচি ছিল দুর্গাপুরে। সেখানে একই মঞ্চে উপস্থিত ছিলেন দিলীপশুভেন্দু। সেখানেই শুভেন্দু নেতৃত্বস্থানীয়দের নাম বলার সময় দিলীপ ঘোষের নাম করেন। শুধু তাই নয়, রীতিমত সংভ্রমের সঙ্গেই তিনি দিলীপের নাম নেন। তাতেই বিজপির নেতা কর্মীরা মনে করছেন দুই নেতার মনের বরফ গলছে।

46
শুভেন্দু বলেন...
  • প্রথম দিন শুভেন্দু বলেন, 'মঞ্চে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্যসভাপতি , প্রাক্তন সাংসদ, আমাদের বর্ষীয়ান নেতা মাননীয় দিলীপ ঘোষ'।
  • দ্বিতীয় দিনে শুভেন্দু বলেন, 'প্রাক্তন রাজ্যসভাপতি, প্রাক্তন সাংসদ, সম্মানীয় দিলীপ ঘোষ'
56
শুভেন্দুর মুখে 'দিলীপদা'!

২০২৪ সালে লোকসভা নির্বাচন ভোটের দিনগুলিতে আক্রান্ত বিজেপি প্রার্থীদের তালিকা বলতে গিয়ে তিনি বলেন, 'মন্তেশ্বরে আক্রান্ত হয়েছিলেন দিলীপ দা।' দাদা বলে সম্বোধন করেন। যদিও হিরণের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছিলেন।' হিরণের নামও উচ্চারণ করেননি।

66
কার্যকারণ

কেন এই নমনীয়তা? বিজেপির একটা সূত্রের খবর ভোটার আগে বিজেপির রাজ্যের শীর্ষ ও জনপ্রিয় নেতারা যাতে এক হয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয় তার জন্য দিল্লি থেকে নির্দেশ রয়েছে। অন্যদিকে আগেরবার কলকাতায় অমিত শাহের বৈঠকে ডাকা হয়েছিল দিলীপ ঘোষকে। তাতেই দলের সর্বস্তরে বার্তা পৌঁছে গিয়েছিল দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা সম্পর্কে। অন্যদিকে দিলীপ ঘোষও আগের চেয়ে সংযত হয়েছেন। দলীয় কর্মসূচিতে ডাক না পাওয়াতেও তিনি কোনও মন্তব্য করছেন না।

Read more Photos on
click me!

Recommended Stories