শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস বলেছেন, তিনি সমস্ত ভোটারদের একত্রিত করে তাঁদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন
তৃণমূল কংগ্রেস নেতা তথা দক্ষিণ বর্ধমানের বিধায়ক খোকন দাসের মন্তব্যের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু নায় খোকন দাসের মন্তব্য বিতর্কিত বলে অভিযোগ করে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টিও তিনি আকর্ষণ করেছেন। গোটা বিষয়টিকে মারাত্মক বলেও চিহ্নিত করেছেন তিনি।
শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস বলেছেন, তিনি সমস্ত ভোটারদের একত্রিত করে তাঁদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। যাতে সমস্ত ভোট টিএমসির পক্ষে দেওয়া হয়। তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দয়া করে বিবেচনা করুন। এই ব্যক্তি জনসভায় তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। বলেছিলেন শুধুমাত্র বাংলাদেশী অভিবাসী , যারা রাজ্য সরকারকে সমর্থন করে তাদেরও নাম যেন বেছে বেছে ভোটার তালিকায় তোলা হয়। তিনি আরও বলেছেন, এখন খোকন দাসের মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
শুভেন্দু যে ভিডিও পোস্ট করেছেন, তাতে স্পষ্ট খোকন দাস বলেছেন, সব ভোট যাতে জোড়া ফুলে পড়ে তার জন্য তিনি ভোটারদের একত্রিত করে নিয়ে যাবেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতার এজাতীয় ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভোটাদের প্রভাবিত করার অভিযোগ উঠতে শুরু করেছে। অনেকেই বলেছেন এটা নির্বাচনী আদর্শ আচরণবিধির মধ্যে পড়ে না। তাই শুভেন্দু সঠিক পদক্ষেপ করেছে।
যদিও এই ভিডিওর বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কী পদক্ষেপ করেছে তাও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ
Amit Shah: মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা অমিত শাহের, রইল বিস্তারিত সফরসূচি
Mamata Banerjee: 'এটা তার অর্ডার ছিল', SSC-র রায় নিয়ে বিজেপিকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের