'লোডশেডিং-এর সরকার আর নেই দরকার', বিদ্যুৎ ভবনে স্লোগান তুলে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর

Published : Jun 12, 2023, 09:01 PM IST
Suvendu Adhikari raises slogans againSuvendu Adhikari raises slogans against TMC Vidyut Bhaben of Salt Lake due to Alleged load shedding  bsmst TMC Vidyut Bhaben of Salt Lake due to Alleged load shedding  bsm

সংক্ষিপ্ত

শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল তাপসী মণ্ডল-সহ পাঁচ বিধয়াকের প্রতিনিধি দল । শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, রাজ্যে কোনও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। 

প্রবল গরম। বর্ষা সবেমাত্র পা রেখেছে রাজ্যে। কিন্তু এখনও অস্বস্তি রয়েছে। আর তার আগে গোটা রাজ্যের মানুষই বিরক্ত লোডশেডিংএর দাপটে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল বিদ্যুৎ বিভ্রাট। এই অভিযোগেই সোমবার হঠাৎ করেই বিকেলবেলা কয়েকজন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী হাজির হয়েছিল সল্টলেকের বিদ্যুৎভববে। সেখানে লোডশেডিং-এর জন্য বিরোধী দলনেত শুভেন্দু অধিকারী দায়ী করেন রাজ্যের তৃণমূল সরকারকে।

শুভেন্দু অধিকারীর এই আচমকা হানায় কিছুটা হলেও চমকে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। শুভেন্দু অধিকারীর প্রশ্নের মুখে তারা কার্যত দিশেহারা। এই অবস্থায় নিজের প্রশ্নের কোনও উত্তর না পেয়ে শুভেন্দু চলে যায় ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের দফতরে। তবে সেখানে যেতে যেতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে নিশানা করেন। একই সঙ্গে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, 'আর নেই দরকার লোডশেডিংএর সরকা

এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল তাপসী মণ্ডল-সহ পাঁচ বিধয়াকের প্রতিনিধি দল । শুভেন্দু অধিকারীর অভিযোগ , রাজ্যে কোনও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। কিন্তু গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সেই কারণেই এই বিদ্যুৎ বিভ্রাট। তিনি আরও বলেন রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাচ্ছে, কয়লা কিনতে পারছে না। তাই কোলাঘাট, ব্যান্ডেলের মত তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে। রাজ্যে বিদ্যুতের ঘাটতি বাড়ছে। কিন্তু রাজ্য সরকার সেই ঘাটতিকেই লোডশেডিং হিসেবে চালাচ্ছে। পাশাপাশি কবে কত বিদ্যুৎ ঘাটতি তারও হিসেব নিকেশ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বেশকিছু নথি নিয়ে আসেন।

তবে বিদ্যুৎ দফতরের কর্মীরা যে শুভেন্দুর অধিকারীর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তা নিয়েও অভিযোগ করেন। তিনি বলেন, সরকারি কর্মীরা তাঁকে যেখানে যেতে বলবেন সেখানেই তিনি যাবেন। তিনি আরও বলেন রাজ্য সরকার গ্রাহকদের ঘাড়ে বোঝা চাপাচ্ছেন। কিন্তু গোটা দায়ই রাজ্য সরকারের। তিনি আরও বলেন, 'রাজ্য সরকার কোনও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেনি, আগের সরকার এই কেন্দ্রগুলি তৈরি করেছিল। আর ইনি বন্ধ করছেন।' যদিও শুভেন্দু বাম আমলের কথা মুখেও আনেননি। তিনি আরও বলেন বিদ্যুতের ঘাটতি মেটাতে রাজ্য সরকার কেন্দ্রের থেকে ১০ টাকা পার ইউনিট বিদ্যুৎ কিনছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ

'ঠাকুরবাড়িতে মোতায়ন ৫ হাজার পুলিশ কর্মী গুন্ডাদের নিরাপত্তা দিয়েছে', বিস্ফোরক শান্তনু ঠাকুর

অভিষেক-শান্তনু দ্বন্দ্ব ঠাকুরনগরের ঠাকুরবাড়ি প্রাঙ্গনে, মূল মন্দিরে ঢুকতে না পেরে হুমকি তৃণমূল নেতার

Metro Rail: ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল, রবিবার বিকেলে ব্যাহত মেট্রো পরিষেবা

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস