
Suvendu Adhikari News: চাকরি নিয়োগ দুর্নীতির দায়ে ইতিমধ্যেই জেল হেফাজতে আছেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আর তার বিধানসভা এলাকায় পরিবর্তন সংকল্প যাত্রার সভা করে আগামী বিধানসভা নির্বাচনের বিজেপিকে আসন তুলে দেওয়ার ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকেই শাসক দলকে কড়া সুরে আক্রমণ শানালেন তিনি।
শনিবার বিকেলে বড়ঞার ডাকবাংলা পশুহাটে পরিবর্তন সংকল্প সভার ডাক দেওয়া হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। ইতি মধ্যেই এই বড়ঞা এলাকায় একের পর সংখ্যালঘু নেতা তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। আর এবার বড়ঞাতে বিজেপির সভা করে শক্তিপ্রদর্শন করল বিজেপি।
সভা মঞ্চ থেকেই সংখ্যালঘু নেতা জালাল উদ্দিন আফাজ নাম না করে তৃণমূল ব্লক সভাপতি মাহে আলমকে আক্রমণ বলেন, ‘’এলাকায় এক উকিল আছে তার এক কলম লিখতে কলম ভেঙে যায়। ডাকবাংলার গরুর হাটে গবর কুড়িয়ে কিভাবে বিএসএসি কিভাবে পাশ করল। সাটিতারা হাইস্কুলে সাইকেল চুরি ও পরে বাইক চুরি। আগে বাইক চুরির সঙ্গে যুক্ত ছিলেন। আগামী দিনে কেন্দ্রীয় এজেন্সি সঙ্গে দেখা করা হবে। ব্যাঙ্ক প্রতারণার সঙ্গে যুক্ত আছেন।''
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন বলেন, ‘’এই প্রথম বড়ঞা ব্লকে ডাকবাংলা হাটে বিজেপির পদ্ম ফুল ফুটে পতাকা উঠলো। মুর্শিদাবাদ জেলাতে দৈনন্দিন বোম উদ্ধার হচ্ছে। প্রায় দু'হাজার বোম উদ্ধার করা হয়েছে ।পুলিশকে হারানো গৌরব ফেরানোর জন্য জেলা জুড়ে বোম উদ্ধার করছে। ২০২৬ বিধানসভার নির্বাচনের ফলাফল পর্যন্ত মাটি কামড়ে পড়ে থেকে কাজ করবে।''
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘’বড়ঞাতে সংখ্যালঘু যুব নেতা বিজেপিতে যোগদান করেছেন। মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলকে মানুষ গ্রহণ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন কিন্তু এই জেলায় তৃণমূল কে প্রতিষ্ঠিত করতে পারেননি। মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক বীজ বপন করেছে। মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি বেকার ও পরিযায়ী শ্রমিক রয়েছেন। মুর্শিদাবাদ জেলাতে হাত চিহ্ন ও কাস্তে হাতুড়ি কে সবাই জানত। মুর্শিদাবাদ জেলার মানুষকে ঠকানো হয়েছে। এখানে বালি লুঠ করছে। বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি কে ভাল করে চিনি।''
শুভেন্দু আরও বলেন, ‘’একদিকে পরিযায়ী শ্রমিক থেকে বালি চুরি, এবছর ধান চুরি করা হচ্ছে। টোটোর লোকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। সামনে ভোট আবার ভাতা বাড়িয়ে টুপি পড়াতে হবে। তাই টোটোর লোকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে ২২টি আসনে তৃণমূলকে এনেছিলাম, আগামী বিধানসভা নির্বাচনে ০ করব। কংগ্রেস লড়াই করতে জানে না, লড়াই করতে জানে বিজেপি।''
বিরোধী দলনেতা আরও বলেন, ‘’কান্দিতে মৃনাল বলে এক ডাকাত আছে, যিনি আইসি কান্দি। তিনি সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন। বিহার হয়ে গেছে বিজেপির, এবার পালা বাংলার। sir পরে আর কোন ডিফারেন্স থাকবে না। যতই চেষ্টা করা হোক মৃত নাম থাকবে। বড়ঞার বিধায়ক পাঁচিলে ঝুলছে, জল ছেঁচে মোবাইল উদ্ধার। এখন জেলের ভেতরে বসে বসছে সাড়ে পনেরো দিয়ে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। আগামীদিনে ভবানীপুরেও হারাবো।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।