এসআইআর-এর কাজ করতে গিয়ে অজ্ঞান বিএলও, হাসপাতালের বেডে বসেই চলছে এনুমারেশন ফর্ম আপলোড

Published : Nov 23, 2025, 11:01 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Chopra BLO News: দিনরাত এক করে চলছে এসআইআর এর কাজ। ফর্ম বিলি। এনুমারেশন ফর্ম আপলোডের কাজ। আর এই কাজ করতে গিয়ে এবার অসুস্থ হয়ে হাসপাতালে বিএলও। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Chopra BLO News:  এসআইআর (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার (বিএলও) (Chopra BLO)। হাসপাতালের বেডে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন তিনি।

কী কারণে অসুস্থ বিএলও?

চোপড়া ব্লকের জাগিরবস্তি ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তফা কামাল। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। এদিকে রাত জেগে ফর্ম আপলোড করতে হয়। অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়েছে। কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ ও মানসিক চাপে শারীরিক অসুস্থতার বিষয়টি টের পেলেও পরোয়া করেননি তিনি। ফলে সমস্যা জটিল আকার নেয়।

এদিন সকালে এমন অবস্থা একা উঠে বসার সাধ্য ছিল না তাঁর। বিএলও জানান, পা ফুলে যাওয়ায় হাঁটতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে এদিন হাসপাতালে ভর্তি হন। এই অবস্থায় কীভাবে কাজ করছেন? উত্তরে তিনি বলেন, ‘কি আর করা যাবে। দায়িত্ব সামলাতেই হবে। গতকাল পর্যন্ত যেটুকু ফর্ম জমা পড়েছে, সেটা ফেলে না রেখে আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারের নজরে অসুস্থতার ব্যাপারে জানানো হয়েছে। তিনি বাকি কাজ সামলানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।’ ওই বিএলও একজন স্কুল শিক্ষক। তএদিন সকালে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

অন্যদিকে, এসআইআর-এর কাজকর্ম ইস্যুতে তিন জেলা শাসকের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দুর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তৎপর নির্বাচন কমিশন। এমনকি জেলা শাসকরাও যে এবার থেকে কমিশনের স্ক্যানারে রয়েছে সে কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারীতে সংকল্প সভা ছিলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানির নাম করেন তিনি। তিনি বেআইনি কাজ করছেন বলে অভিযোগ শানান বিরোধী দলনেতা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে, ‘’আমি হুগলি আর পূর্ব বর্ধমানের জেলা শাসকদের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছি।''

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে শুভেন্দু আরও নালিশ করে বলেন যে, ‘’বিএলও-রা জেলাশাসকদের সরাসরি ওটিপি দিয়েছে। যেটা কোনও ভাবেই তারা পারেন না।'' একইসঙ্গে তিনি আরও অভিযোগ করে বলেন, ‘’আয়ের উৎস না জেনে বিধায়ক খোকন দাসের পাঁচ টাকার খাবার প্রকল্পের উদ্বোধন করতে কীভাবে যান?'' যা নিয়েও তিনি কমিশনে নালিশ জানিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য