'তৃণমূল চোরের দল', সোমবার ঠাকুরনগরের সভায় মুখ্যমন্ত্রীর মুখোশ খোলার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Published : Apr 09, 2023, 08:37 PM IST
Suvendu Adhikari

সংক্ষিপ্ত

সভা শেষে বেশ কয়েকটি নাম নিয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের সবাই চোর। এখনও এজেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খান, বিধায়ক রানা সিংহ তালিকায় রয়েছে।

"সোমবার ঠাকুরনগরের সভায় মুখ্যমন্ত্রীর মুখোশ খুলব"। রবিবার বিকেলে বীরভূমের মুরারই বিধানসভার কেস্তারা গ্রামের মাঠে সৌজন্য ও সম্প্রীতি জনসভায় এমনই হুঁশিয়ারি দিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার বিকেলে মুরারইয়ে সভার আয়োজন করে বিজেপি। সভায় দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, হজ কমিটির সদস্যা মাফুজা খাতুন, রাজ্য সম্পাদক শ্যামা পদ মণ্ডল, মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক সভাপতি রশ্মি দে, জেলা সভাপতি ধ্রুব সাহা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই বিরোধী দলনেতা তৃণমূলকে চোরের দল বলে আক্রমণ করেন। এরপরেই মুরারইয়ের তৃণমূল নেতা আলি মুর্তজা খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত, মুরারই ১ নম্বর ব্লক সভাপতি বিনয় ঘোষের নাম নিয়ে চোর বলে কটাক্ষ করেন। বলেন, "এরা মাসে ৯ হাজার কোটি টাকা ডিসিআরের নামে আদায় করে পিসি ভাইপোকে পাঠাচ্ছে। এই টাকা পাচারের জন্য আইপিএস শ্যাম সিং কে ডি আই জি পদে নিয়ে আসা হয়েছে। ওই অফিসার সামনে পিছনে পুলিশ নিয়ে টাকা কলকাতায় পৌঁছে দিচ্ছে"।

এদিনের সম্প্রীতির সভায় শুভেন্দু গুজরাট, উত্তরপ্রদেশ ও আসামের উধাহরন দিয়ে বলেন, "তৃণমূল বলছে এনআরসি হলে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে। ওই তিন রাজ্যে দেখান কতজন মুসলিমকে তাড়ানো হয়েছে? এসব বলে সংখ্যালঘু ভাইদের আর বিজেপি থেকে সরানো যাবে না। ফুরফুরা শরীফের পীরজাদা সেকথা স্বীকার করে নিয়েছেন"।

তিনি বলেন, "রামপুরহাটের বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। সেই স্বজনহারারা আজ আমাদের সঙ্গে। আমরা বগটুই গ্রামে স্মরণ সভা করার প্রথম উদ্যোগ নিয়েছিলাম। আমাদের দেখে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় গ্রামে গিয়েছিলেন। কিন্তু গ্রামবাসীরা তাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এজন্য ধন্যবাদ জানায় বগটুই গ্রামের মানুষকে"।

সভা শেষে বেশ কয়েকটি নাম নিয়ে শুভেন্দু বলেন, "তৃণমূলের সবাই চোর। এখনও এজেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খান, বিধায়ক রানা সিংহ তালিকায় রয়েছে। এরকম সমস্ত নেতা মন্ত্রী লাইনে আছেন। তবে ধেরে ইঁদুরদের আমরা দেখব"।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু