'আইসিকে মজা দেখাব!' নন্দীগ্রাম থানায় গিয়ে শুভেন্দুর হুমকি, দেখুন ভাইরাল ভিডিও

শুভেন্দু অধিকারী সরাসরি নন্দীগ্রাম থানায় পৌঁছে যান। সেখানেই তিনি বলেন, 'নন্দীগ্রামে আমার মা খুন হয়েছে। রথীবালা আড়ি শুধু সঞ্জয় আড়ির মা নয়।

 

ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি কর্মী রথীবালা আ়ড়ির খুন নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। এই অবস্থাতেই সটান নন্দীগ্রাম থানায় পৌঁছে গেলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তুনু পুলিশের ওপর হম্বিতম্বি শুরু করে দেন। খুনিদের সঙ্গে পুলিশের কর্তারা বৈঠক করছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী সরাসরি নন্দীগ্রাম থানায় পৌঁছে যান। সেখানেই তিনি বলেন, 'নন্দীগ্রামে আমার মা খুন হয়েছে। রথীবালা আড়ি শুধু সঞ্জয় আড়ির মা নয়। আমারও মা। যারা আমাদের মাকে খুন করেছে । আপনারা খুনিদের সঙ্গে আপনারা কেন বৈঠক করেছেন।' অন্যদিকে পুলিশ থাকে শান্ত হয়ে বসতে বলেন। আইনশৃঙ্খলা নিয়ে তিনি কথা বললেন না বলেও জানান। তিনি আরও বলেন, পিছিয়ে পড়াদের খুন করা হচ্ছে।

Latest Videos

হিরণের IIT-র ডিগ্রি ভুয়ো অভিযোগ তুলে নির্বাচন কমিশনে AAP, পাল্টা কোর্টে যাওয়ার হুমকি ঘাটালের বিজেপি প্রার্থীর

শুভেন্দু অধিকারী রীতিমত জোর করেই পুলিশের কাছ থেকে খুনের এফআইআর নম্বর চান। তিনি বলেন, এফআইআর নম্বর চান। তিনি বলেন, কপি তিনি ওয়েব সাইট থেকে বার করে নেূবেন। শুভেন্দু আরও বলেন, সঠিক তদন্ত হচ্ছে না। পুলিশ খুনিদের সঙ্গে বসে বৈঠক করছেন। পুলিশও কিছুটা বাধ্য হয়ে শুভেন্দুকে এফআইআর নম্বর দিয়ে দেয়। দেখুন সেই ভিডিওঃ

 

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, নন্দীগ্রাম থানার পুলিশ খুনিদের সঙ্গে বৈঠক করেছে। নিহত রথিবালা আড়ির মেয়ে আর ছেলে কোর্টে যাবে মায়ের খুনের বিচার চাইতে। তিনি আরও বলেন, পশ্চিমঙ্গের তফসিলি জাতির মানুষের কোনও সম্মান নেই। ইচ্ছেকৃতভাবে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, 'মজা দেখাব আইসিকে!'

TMC Vs BJP: নন্দীগ্রামে হার এড়াতেই শুভেন্দুর ষড়যন্ত্র, বিজেপির মহিলা কর্মীর খুন নিয়ে বললেন মমতার এজেন্ট

রথীবালা আড়ির মৃত্যুর পরই বিজেপির স্থানীয় নেতা মেঘনাদ পাল গোটা ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, অভিষেকের উস্কানিমূলক ভাষণের কারণেই বিজেপির মহিলা কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

TMC Vs BJP: নন্দীগ্রামে হার এড়াতেই শুভেন্দুর ষড়যন্ত্র, বিজেপির মহিলা কর্মীর খুন নিয়ে বললেন মমতার এজেন্ট

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২০১৭ থেকে এদেশে...নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News