লক্ষ্মীর ভাণ্ডার সেরা প্রকল্প, ট্যাব কেলেঙ্কারির পরই শিক্ষা দফতরকে কড়া নির্দেশ নবান্নর

ট্যাবের টাকার দুর্নীতির পর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার জন্য শিক্ষা দফতরকে লক্ষ্মীর ভাণ্ডারকেই মডেল করতে নির্দেশ দিয়েছে নবান্ন। কারণে ট্যাব কেলেঙ্কারির জন্য রীতিমত বিড়ম্বনায় পড়তে হয়েছে শিক্ষা দফতরকে।

 

Saborni Mitra | Published : Nov 14, 2024 3:32 PM
111
তরুণের স্বপ্ন

রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ ও একাশদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার করে টাকা দেয় রাজ্য সরকার। শিক্ষা দফতরের মাধ্যমে এই অর্থ বিলি করা হয়।

211
ট্যাব কেলেঙ্কারি

সম্প্রতি ট্যাবের টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শিক্ষা দফতরের শিক্ষা পোর্টাল হ্যাক করা হয়েছে। সেখান থেকেই পডুয়াদের ব্যাঙ্ক অ্যাকউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে। যার কারণে প্রচুর পড়ুয়ার অ্যাকউন্টে টাকা ঢোকেনি।

311
শিক্ষা দফতরের বিড়ম্বনা

ট্য়াবের টাকা হ্যাক করায় শিক্ষা দফতরকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে। রাজ্য সরকারের ভাবমূর্তিও নষ্ট হয়েছে।

411
পরিস্থিতি সামাল দিতে

এই পরিস্থিতিতে আর যাতে পড়তে না হয় তার জন্য নবান্ন শিক্ষা দফতরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই ম়ডেল হিসেবে ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। তেমনই খবর সূত্রের।

511
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির অন্যতম হল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে ১০০০ ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেয় সরকার।

611
নবান্নের পরামর্শ

নবান্ন সত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেভাবে দেওয়া হয় সেভাবেই যাতে আগামী দিনে ট্যাবের টাকা দেওয়া হয় তারই নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকেই মডেল করার পরামর্শ নবান্নের।

711
মুখ্যসচিবের বৈঠক

ট্যাব সংক্রান্ত বিষয়ে সোমবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ একটি বিশেষ বৈঠক করেছেন। নবান্ন সূত্রের খবর, ওই বৈঠকেই শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের ওই পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শের ছলে বলা হলেও নবান্নের শীর্ষ আধিকারিকেরা শিক্ষা দফতরের কর্তাদের লক্ষ্মীর ভান্ডার মডেল অনুসরণ করে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করার নির্দেশই দিয়েছেন।

811
সতর্ক করেছে নবান্ন

নবান্ন সূত্রের খবর, আগামী বছর যাতে ট্যাবের টাকা সংক্রান্ত কোনও সমস্যা না হয়, বেনিয়ম যাতে না হয় তার জন্য প্রথম থেকেই বিশেষ নজর রাখতে হবে।

911
লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পরিচালনা করে নারী ও শিশু কল্যাণ দফতর। এই প্রকল্পে এখনও পর্যন্ত তেমনও কোনও ত্রুটি সামনে আসনি। প্রকল্পটি যথেষ্ট জনপ্রিয়। আর সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই মডেল প্রকল্প করার কথা বলছে নবান্ন।

1011
শিক্ষা দফতর

নবান্ন সূত্রের খবর কী করে তরুণের স্বপ্ন প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়- তা নিয়ে অর্থ দফতরের সঙ্গেও শিক্ষা দফতরকে আলোচনা ও পর্যালোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

1111
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সন্তুষ্ট

নবান্ন সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের ২ কোটিরও বেশি মহিলার হাতে টাকা পৌঁছায়। ২০২১ সাল থেকে এই প্রকল্প চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তাই লক্ষ্মীর ভাণ্ডারকেই মডেল প্রকল্প করার কথা বলা হচ্ছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos