ফেরাল সমস্ত বেসরকারি নার্সিংহোম, শেষমেশ হাসপাতালে ভর্তি টালা থানার ওসি! "সিবিআইয়ের ডাক এড়াতেই অসুস্থতার ভান?" উঠল প্রশ্ন

ফেরাল সমস্ত বেসরকারি নার্সিংহোম, শেষমেশ হাসপাতালে ভর্তি টালা থানার ওসি! "সিবিআইয়ের ডাক এড়াতেই অসুস্থতার ভান?" উঠল প্রশ্ন

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এখন হাসপাতালে ভর্তি। বুধবার সকাল থেকেই বুকে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে বাইপাসের ধারে বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন এরপর চিকিৎসকেরা জানিয়ে দেন যে তাঁর শারীরিক পরিস্থিতি হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয়।

আরজিকরকাণ্ডে টালা থানার ভূমিকা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছিল। টালা থানার ওসিকেও তলব করেছে সিবিআই।

Latest Videos

এরপর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯ পর্যন্ত প্রায় সমস্ত বেসরকারি হাসপাতালে ঘুরেছেন অভিজিৎ বাবু। সূত্রের খবর দমদম, বাইপাস, সল্টলেকে, আলিপুর সহ একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন তিনি।

কিন্তু সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আসায় তাঁকে ভর্তি নেওয়া হয়নি কোনও হাসপাতালেই। শেষমেশ প্রায় জোর করে বুকে ব্যথা নিয়ে কলকাতার পুলিশ হাসপাতালে ভর্তি হন অভিজিৎ মণ্ডল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তচাপ, ব্লাড সুগার, প্লাস রেট, সব স্বাভাবিক মাত্রায় রয়েছে টালা থানার ওসির। ইসিজি, ইকো কার্ডিও রিপোর্টও একেবারে স্বাভাবিক। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

কোনও উদ্বেগের কারণে এমনটা হচ্ছে কি না তা নিয়েও এদিন তাঁকে প্রশ্ন করেন চিকিৎসকেরা। তবে কি সিবিআইয়ের ডাক এড়াতেই হঠাৎ অসুস্থতার ভান করলেন অভিজিৎ বাবু? এমনই প্রশ্ন উঠেছে চারিদিকে।

                          আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ