ফেরাল সমস্ত বেসরকারি নার্সিংহোম, শেষমেশ হাসপাতালে ভর্তি টালা থানার ওসি! "সিবিআইয়ের ডাক এড়াতেই অসুস্থতার ভান?" উঠল প্রশ্ন

ফেরাল সমস্ত বেসরকারি নার্সিংহোম, শেষমেশ হাসপাতালে ভর্তি টালা থানার ওসি! "সিবিআইয়ের ডাক এড়াতেই অসুস্থতার ভান?" উঠল প্রশ্ন

Anulekha Kar | Published : Sep 6, 2024 7:15 AM IST

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এখন হাসপাতালে ভর্তি। বুধবার সকাল থেকেই বুকে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে বাইপাসের ধারে বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন এরপর চিকিৎসকেরা জানিয়ে দেন যে তাঁর শারীরিক পরিস্থিতি হাসপাতালে ভর্তি হওয়ার মতো নয়।

আরজিকরকাণ্ডে টালা থানার ভূমিকা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছিল। টালা থানার ওসিকেও তলব করেছে সিবিআই।

Latest Videos

এরপর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯ পর্যন্ত প্রায় সমস্ত বেসরকারি হাসপাতালে ঘুরেছেন অভিজিৎ বাবু। সূত্রের খবর দমদম, বাইপাস, সল্টলেকে, আলিপুর সহ একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন তিনি।

কিন্তু সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আসায় তাঁকে ভর্তি নেওয়া হয়নি কোনও হাসপাতালেই। শেষমেশ প্রায় জোর করে বুকে ব্যথা নিয়ে কলকাতার পুলিশ হাসপাতালে ভর্তি হন অভিজিৎ মণ্ডল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তচাপ, ব্লাড সুগার, প্লাস রেট, সব স্বাভাবিক মাত্রায় রয়েছে টালা থানার ওসির। ইসিজি, ইকো কার্ডিও রিপোর্টও একেবারে স্বাভাবিক। ফলে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

কোনও উদ্বেগের কারণে এমনটা হচ্ছে কি না তা নিয়েও এদিন তাঁকে প্রশ্ন করেন চিকিৎসকেরা। তবে কি সিবিআইয়ের ডাক এড়াতেই হঠাৎ অসুস্থতার ভান করলেন অভিজিৎ বাবু? এমনই প্রশ্ন উঠেছে চারিদিকে।

                          আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari
'লাইভ স্ট্রিমিং-য়ে কীসের সমস্যা মুখ্যমন্ত্রীর?' বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা | R G Kar
এবার রাষ্ট্রপতির কাছে চিঠি জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন আন্দোলনরত ডাক্তাররা | R G Kar
'আপনি চটিটা কম চাটুন' কাকে বললেন শুভেন্দু অধিকারী? Suvendu Adhikari | R G Kar Protest
১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal