সন্দীপের বাড়ির দরজায় দাঁড়িয়ে ইডি, আরজি করের আর্থিক কেলেঙ্কারি মামলায় ৪ বাড়িতে চলছে তল্লাশি

আরজি করের আর্থিক কেলেঙ্কারি মামলায় সিবিআই হেফাজতের পর এবার ইডির হানা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে। তদন্তকারীদের তল্লাশি চলছে হাওড়া সহ বিভিন্ন জায়গায়।

সিবিআই -এর পর এবার ইডি। শুক্রবার ভোরবেলা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত তাঁরা বাড়ির ভিতর ঢুকতে পারেননি। কিন্তু এদিনই আরও তিন জায়গায় হানা দেয় ইডি। তবে তিন জনের বাড়িতেই ঢুকতে পেরেছিল তদন্তকারীরা। সূত্রের খবর আরজি করের আর্থিক কেলেঙ্কারি কাণ্ডেই এদিন সন্দীপ ও তাঁর সাগরেদদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

সন্দীপের বাড়িতে ইডি

Latest Videos

শুক্রবার সকাল ৬টা নাগাদ সন্দীপের বাড়িতে হানা দেয় ইডির একটি দল। দরজা বাইরে থেকে তালা বন্ধ থাকায় সন্দীপের বাড়ির বাইরে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিল। তারপর তদন্তকারীরা একটি গাড়ি নিয়ে চলে যায় সিজিও কমপ্লেক্সে। ঘণ্টাখানেকের মধ্যেই তারা ফিরে আসে। বাড়ির বাইরে অপেক্ষা করে। সন্দীপের বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শেষ পাওয়া খবর পর্যন্ত সন্দীপের বাড়ির ভিতরে ঢুকতে পারেনি ইডির আধিকারিকরা। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে সন্দীপ।

অন্যত্র ইডির হানা

সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে না পারলেও এদিনই আরও তিন জায়গায় হানা দেয় ইডি। সেখানে তারা ঢুকতে পেরেছে। তল্লাশি চলছে হাওড়ার বিপ্লব সিংহ ও কৌশিক কোলের বাড়িতে। সুভাষ গ্রামের প্রসূন চট্টোপাধ্য়ায়ের বাড়িতেও হানা দেয় ইডির একটি দল। গত সোমবার সন্দীপের পাশাপাশি সিবিআই গ্রেফতার করেছিল চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লবকেও। অন্য দিকে, প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। ‘সন্দীপ-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত ছিলেন তিনি। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ চার জনতে আলিপুর আদালত আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত করছে সিবিআই। সূত্রের খবর আর্থিক কেলেঙ্কারি মামলাতেই সিবিআই কর্তারা যোগাযোগ করেছিলেন ইডির সঙ্গে। সেই কারণেই আর্থিক তছরুপ খুঁজে বার করতে এদিন ইডি সন্দীপ ও তার ঘনিষ্টদের বাড়িতে হানা দিয়েছে বলে সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata