'এখন বাংলায় কে মুখ্যমন্ত্রী জানি না, আমি মুখ্যমন্ত্রী হলে..!' ফের বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপি প্রার্থীর কথায়, ‘মমতা কতটা যুক্ত এর সঙ্গে সেটা তদন্তের আতস কাঁচের নীচে হয়তো চলে এসেছে। সেসব আরেকটু সময় গেলে দেখা যাবে। এখন বাংলায় কে মুখ্যমন্ত্রী আছেন তা আমি জানি না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলে স্বীকার করি না।

বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে সোজা বিজেপির হাত ধরে রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। তমলুকের প্রার্থী হিসেবে বেশ পরিচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে বরাবরই সরব ছিলেন অভিজিৎ। এবার এক কদম এগিয়ে এসে পরিষ্কার জানালেন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী কে, তা তিনি জানেন না আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে মানেন না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত ব্যক্তি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মমতার বদলে তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকলে এই নিয়োগ দুর্নীতির পরিস্থিতিতে কীভাবে হাল ধরতেন সেই নিয়েও বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন ‘যদি এর দু’বছর আগে থেকে আমি মুখ্যমন্ত্রী থাকতাম তাহলে আমি এই কেলেঙ্কারি হতেই দিতাম না। যদিও দুর্নীতি তার অনেক আগে থেকেই হয়েছে। যখন এরম প্রশ্ন হচ্ছেই তাহলে যদি আমি ২০১৬ থেকে মুখ্যমন্ত্রী থাকতাম আমি কখনই এরম চোর-জোচ্চোরদের দ্বারা পরিবৃত হয়ে ঘোরাঘুরি করতাম না। আর নিজেকেও চোর বলে ছাপ মারা থেকে বিরত থাকতাম।’

Latest Videos

বিজেপি প্রার্থীর কথায়, ‘মমতা কতটা যুক্ত এর সঙ্গে সেটা তদন্তের আতস কাঁচের নীচে হয়তো চলে এসেছে। সেসব আরেকটু সময় গেলে দেখা যাবে। এখন বাংলায় কে মুখ্যমন্ত্রী আছেন তা আমি জানি না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলে স্বীকার করি না। এটা আমি অনেক আগেই ঘোষণা করে দিয়েছি। এখন দলের নেত্রী তিনি চুরিরে সম্মতি দিচ্ছেন তার সক্রিয় যোগ রয়েছে বলে আমরা ধারণা পরে তদন্ত হলে বেরোবে আছে কী নেই, তখন আমি ভুল প্রমাণিত হলে হতেও পারি। ‘

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla