আর ট্যাক্সি পাওয়া যাবে না কলকাতার রাস্তায়! ট্রামের সঙ্গে এই যানবাহনও বন্ধ করার সিদ্ধান্ত?

Published : Dec 06, 2024, 07:41 AM IST
Taxi

সংক্ষিপ্ত

আর ট্যাক্সি পাওয়া যাবে না কলকাতার রাস্তায়! ট্রামের সঙ্গে এই যানবাহনও বন্ধ করার সিদ্ধান্ত?

ট্রাম উঠে যাওয়ার কথা তো মোটামুটি সবাই জানে। এবার কলকাতার রাস্তা থেকে উঠে যেতে চলেছে হলুদ ট্যাক্সিও। হলুদ ট্যাক্সি মানেই কলকাতার একটি বিশেষ ঐতিহ্য। হলুদ ট্যাক্সি ছাড়া যেন শহরটাকে ঠিক শহর বলে মনে হয় না। এবার কি তবে সেই ট্যাক্সিই উঠে যেতে চলেছে?

এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গ্রিন ট্রাইবুনালের অর্ডার রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, " ১৫ বছরের মাপকাঠিতে সমস্ত গাড়িকে ফেলে দেওয়ার বিপক্ষে আমরা। মালিকদের পক্ষ নিয়ে আদালতের দ্বারস্থ হব। আদালত যে নির্দেশ দেবে সেই অনুসারে পরের পদক্ষেপ নেওয়া হবে।"

একটা সময় কলকাতায় প্রায় ১০ থেকে ১২ হাজার হলুদ ট্যাক্সি চলত। পরে সেই সংখ্য়া ক্রমশ কমতে থাকে। কমতে কমতে সেই সংখ্যা দাঁড়ায় চার থেকে পাঁচ হাজারে। জানুয়ারি মাসের নতুন নিয়ম অনুযায়ী একধাক্কায় সেই সংখ্যা হয়ে যাবে আরও কম। সেটা প্রায় দু থেকে আড়াই হাজার হয়ে যেতে পারে।

তবে হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে যাওয়ার কবর পেতেই মাতায় হাত পড়েছে বহু ট্যাক্সি চালকের। ইলেকট্রিক ভেহিকেলকেই বিকল্প পথ হিসাবে বেছে নিয়েছেন অনেকেই। তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। কিন্তু এই বছরও বাতিলের খাতায় নাম উঠবে বহু হলুদ ট্যাক্সির। ট্রামের পরে কি বিলুপ্তির পথে তলিয়ে যাবে শহরের এই আরও এক ঐতিহ্য?

                                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু