তৃণমূল নেতার অত্যাচারে ৬ বছর স্কুলে জাননি শিক্ষক! বন্ধ ছিল বেতনও, হাইকোর্টের রায়ে স্বস্তি

তৃণমূল নেতার অত্যাচারে ৬ বছর স্কুলে জাননি শিক্ষক! বন্ধ ছিল বেতনও, হাইকোর্টের রায়ে স্বস্তি

তৃণমূল নেতার অত্যাচারে নাকি ৬ বছর স্কুলে ঢুকতে পারেনি শিক্ষক! এমনই অভিযোগ করেছেন স্কুল শিক্ষক। কোনও রাস্তা না পেয়ে শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হলেন শিক্ষক। অবশেষে আদালতে গিয়ে সুরাহা মিলল।

অবিলম্বে শিক্ষককে স্কুলে যোগদান করাতে হবে তার পাশাপাশি ২০১৭ সাল থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে সুদ সমেত এদিন এমনই রায় দিয়েছেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ।

Latest Videos

বীরভুমের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাই স্কুলের ইতিহাসের শিক্ষক সৌমেন্দ্রনাথ মিয়া। ২০১৬ সালে টিচার ইনচার্জের পদ পান তিনি। ওই বছরে অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল পরিচালিত পরিচালন কমিটির সঙ্গে তার বচসা শুরু হয় যার জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার পাশাপাশি পুলিশ দিয়েও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয় তাকে গ্রেফতার করারও হুমকি দেওয়া হয়।

এই নিয়ে শিক্ষা দফতর-সহ স্থানীয় পুলিশকেও অভিযোগ জানালে কোনও সুরাহা হয়নি বলে জানা গিয়েছে। তার বেতনও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। পরে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। কীভাবে এতদিন শিক্ষকের বেতন বন্ধ করে রাখা হল তা নিয়ে সওয়াল করেছেন শিক্ষকের আইনজীবী।

এদিন সব শুনে ২০১৭ সাল থেকে শিক্ষকের সমস্ত বকেয়া সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake