নভেম্বরের তৃতীয় সপ্তাহ শুরু হল শীতের কাঁপুনি দিয়ে, এক ধাক্কায় ২ ডিগ্রি পারদ পতন

অধিকাংশ জেলাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে যথেষ্ট বেশি। তাপমাত্রার পারদ নামছে অনায়াসে। 

পশ্চিমবঙ্গে নভেম্বরের তৃতীয় সপ্তাহেই হেমন্ত বিদায়ের সম্ভাবনা, ভোররাত থেকে কাঁপুনি ধরাচ্ছে শীত। আকাশের মেঘলা ভাব কেটে গেলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট রয়েছে অধিকাংশ জেলাতেই। ফলে, তাপমাত্রার পারদ নামছে অনায়াসে।

১৪ নভেম্বর, সোমবার কলকাতার তাপমাত্রায় এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি পারদ পতন। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি কম। কমে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Latest Videos

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী আজ, পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ মেঘমুক্ত থাকবে। কিছু কিছু জেলায় আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা যেতে পারে।

শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রবিবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

বাঁকুড়া, বর্ধমান জেলায় আরও নেমে গেল তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ হালকা মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলার অধিকাংশ জেলাতেই আজ স্বাভাবিকের চেয়ে নিচের দিকে রয়েছে তাপমাত্রার পারদ। আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে বলে আশা করা যাচ্ছে।

 

আরও পড়ুন-
ভগবানপুরে বিজেপির মিছিলে চলল গুলি, বোমাবাজির জেরে ছত্রভঙ্গ সম্পূর্ণ প্রতিবাদ কর্মসূচি
এবার কি ভোটের ময়দানে সরাসরি লড়বেন ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর? অবস্থান স্পষ্ট করলেন সাংবাদিক সম্মেলনে
রাজ্য সরকারের ঋণ দফতরের কর্মীর মতিভ্রম, লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে মানিকতলা থেকে চম্পট

Share this article
click me!

Latest Videos

জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর