ভগবানপুরে বিজেপির মিছিলে চলল গুলি, বোমাবাজির জেরে ছত্রভঙ্গ সম্পূর্ণ প্রতিবাদ কর্মসূচি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতা অখিল গিরির কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে আয়োজিত হয়েছিল এই মিছিল। 

বিজেপির মিছিল ঘিরে চূড়ান্ত অশান্তি মুর্শিদাবাদের ভগবানপুরে। গেরুয়া শিবিরের সমর্থকদের অভিযোগ, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতা অখিল গিরির কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে আয়োজিত হয়েছিল এই মিছিল। কিন্তু, মাঝপথে মিছিলের ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূলের সমর্থকরা।

ভগবানপুরে বিজেপির মিছিল লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত এলাকা। শুধু বোমাবাজিই নয়, দলীয় সমর্থকদের ওপর গুলি চালানোরও অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Latest Videos

স্থানীয় সূত্রে খবর, ১৩ নভেম্বর রবিবার বিকেলের দিকে ভগবানপুরের পাউশি এলাকায় বিজেপি সমর্থকদের একটি মিছিল বেরিয়েছিল। ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির সমর্থনে এদিন মিছিলের আয়োজন করেছিলেন এলাকার পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা। সেই সময় আচমকাই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী মিছিলের উপর হামলা চালায় বলে অভিযোগ। মিছিল লক্ষ্য করে ঘাসফুলের সমর্থকরা বোমাও ছুড়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা। মিছিলে অংশ নেওয়া সমর্থকদের লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।

জানা গেছে, বিজেপির মিছিল ও হামলাকারীদের মাঝে ছিল একটি খাল। গুলি ও বোমা সেই খালের ওপার থেকেই চালানো হয়েছিল। ফলত, সেই গুলি বা বোমা বিজেপি কর্মীদের গায়ে লাগেনি। কিন্তু, বোমা এবং গুলির ঘটনায় কিছুক্ষণের মধ্যেই মিছিল ভেঙে ছত্রভঙ্গ হয়ে যায়। স্থানীয় পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, ঘটনার সময়ে এলাকায় ভূপতিনগর থানার পুলিশ উপস্থিত থাকলেও ওই হামলা থামাতে তারা কোনও ব্যবস্থাই নেননি। পদ্ম-সমর্থকরা দাবি তোলেন, অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। নয়তো ধর্নায় বসার হুমকি দিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

হামলার অভিযোগ সম্পর্কে মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতা তন্ময় ঘোষের বক্তব্য, আসলে ওরা দুষ্কৃতী নাকি, অন্যকিছু, তা পুলিশ বলবে। তৃণমূলের লোক বলে যে অভিযোগ উঠছে, তা ঠিক নয়। এটা বিজেপির কোনও গোষ্ঠী কোন্দলের ফলও হতে পারে। সবটাই তদন্তের বিষয়।


আরও পড়ুন-
এবার কি ভোটের ময়দানে সরাসরি লড়বেন ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর? অবস্থান স্পষ্ট করলেন সাংবাদিক সম্মেলনে
রাজ্য সরকারের ঋণ দফতরের কর্মীর মতিভ্রম, লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে মানিকতলা থেকে চম্পট
পোষ্য জীব কাউকে কামড়ে দিলে বা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করলে মালিককে গুনতে হবে মোটা টাকার জরিমানা

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar