তাপমাত্রা নামবে আরও ২ ডিগ্রি, তেমনই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, জেনে নিন কেমন থাকলে আজকের আবহাওয়া

Published : Nov 07, 2025, 06:53 AM IST

বাংলা জুড়ে শীতের আমেজ শুরু হলেও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। আবার আগামী সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা, যার পরেই শীত বাড়ার সম্ভাবনা।

PREV
15

বাংলা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। সকাল, সন্ধে ও রাতে শুরু হয়েছে কুয়াশার দাপট। আবার আকাশ মেঘলাও আছে। আপাতত বাংলায় তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

25

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিয়ে ন্যূনতম তাপমাত্রা তেমন বড় পরিবর্তন হবে না। তারপর থেকে পশ্চিমবঙ্গের বহু জেলার পারদ ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস হবে। আলিপুর হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা তাপমাত্রা চলে যাবে ২০ ডিগ্রির নীচে। তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

35

জানা গিয়েছে, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওযা থাকবে। আজ কোথাও থাকবে মেঘলা আকাশ। আজ দক্ষিণ ২৪ পরগনা ও উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৩ পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি।

45

এদিকে উত্তরবঙ্গের আকাশ আপাতত মেঘমুক্ত থাকবে। স্বাভাবিকের থেকে বেশি ঠান্ডা থাকতে পারে। ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। আপাতত আগামী কদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

55

এদিকে আগামী সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ চিন সাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত জন্ম নিয়েছে। ওই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ বঙ্গোপসাগরেও এসে পড়তে পারে। তার জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আছে। সম্ভবত তার পরই বাড়তে পারে শীত।

Read more Photos on
click me!

Recommended Stories