হুমায়ুন জানিয়েছেন,'২০ ডিসেম্বর যেতে দিন আমার যে দল সেটির কথা আমি সর্বসম্মুখেজানিয়ে দেব। ওই দলের চেয়ারম্যান আমি হব।' তবে হুমায়ুন সেখানেই থামেননি। একই সঙ্গে তিনি জানিয়েছেন , কোথায় কোথায় তিনি প্রার্থী দেবেন। তিনি বলেছেন, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় তিনি প্রার্থীও দাঁর করাবেন।