সরকারি স্কুলে প্রার্থনায় গাইতে হবে এই গানটি, স্কুলে স্কুলে কড়া নির্দেশ জারি মধ্যশিক্ষা পর্ষদের

Published : Nov 06, 2025, 09:00 PM IST

সকালের প্রার্থনা সঙ্গীত নিয়ে এবার কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ। সকালের প্রার্থনায় গাইতে হবে 'বাংলার মাটি, বাংলার জল'। সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলেই বৃহস্পতিবার এমনই নির্দেশ জারি করা হয়েছে। 

PREV
15
প্রার্থনা সঙ্গীত নিয়ে নির্দেশিকা

সকালের প্রার্থনা সঙ্গীত নিয়ে এবার কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ। সকালের প্রার্থনায় গাইতে হবে 'বাংলার মাটি, বাংলার জল'। সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলেই বৃহস্পতিবার এমনই নির্দেশ জারি করা হয়েছে।

25
রাজ্যসঙ্গীত

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি, বাংলার জল' এই গানটি ২০২৩ সালে রাজ্যসঙ্গীত নির্ধারণ করা হয়েছিল। বিধানসভায় এই সংক্রান্ত বিলও পাশ করা হয়। যদিও গানটি নিয়ে প্রথমেই বিতর্ক তৈরি হয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় গানটির কিছু অংশ পরিবর্তন করেন।

35
গান নিয়ে বিতর্ক

প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা’ অংশটি বদলে ‘বাংলার পণ, বাংলার আশা, বাংলার কাজ, বাংলার ভাষা’ করে দেন। তবে চলতি বছর মুখ্যসচিব এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে জানান রাজ্যসঙ্গীত হতে হবে ১ মিনিটের মধ্যে। তাই গানটি গাইতে হবে, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন— এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।’

45
স্কুলে বাধ্য়তামূলক

সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার থেকে সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে এই গানটি গাওয়া বাধ্যতামূলক। মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ তেমনই জানিয়েছেন। যদিও অনেকেই মনে করছেন বিধানসভা ভোট আসন্ন। তাই বঙ্গবাসীর মধ্যে বাঙালি ভাবাবেগ জাগিয়ে তুলতেই এই পদক্ষেপ।

55
রাজ্যসঙ্গীত

ভারতের একাধিক রাজ্যেই রাজ্যসঙ্গীত রয়েছে। কিন্তু এই রাজ্যে এতদিন ছিল না। এবার থেকে পশ্চিমবঙ্গেও স্কুলগুলিতে রাজ্যসঙ্গীত বাধ্যতামূলক করা হল।

Read more Photos on
click me!

Recommended Stories