নভেম্বর শেষ হলেও বঙ্গে জাঁকিয়ে শীত এখনও অধরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল। তবে, সেই অর্থে ঠান্ডার দাপট নেই বঙ্গে। এবার শীতের অনুভূতি অনেক আগে থেকেই উপভোগ করছেন শহরবাসী। মাঝে আবহাওয়ার বদল হলেও আবার ঠান্ডা পড়েছে বঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আবারও ঠান্ডা পড়েছে বঙ্গে।
25
বর্তমানে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বঙ্গে নাও পড়তে পারে। তবে, এর জেলে আগামী কয়েকদিন পারদ আরও চড়বে।
35
জানা গিয়েছে. বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় অন্যদিকে আছে জোড়া নিম্নচাপ। এর জেরে গরম বাড়বে বাংলায়। চলতি সপ্তাহে গরম বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। তেমনই নেই বৃষ্টির সম্ভাবনা।
বর্তমানে নেই কুয়াশা সংক্রান্ত কোনও সতর্কতা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়বে বলে অনুমান সকলের। আজ সে অর্থে ঠান্ডা থাকবে না বলে জানা গিয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি।
55
তেমনই উত্তরবঙ্গে শীতের আমেজ জারি থাকবে। সেখানে সকাল থেকে কুয়াশা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। শুষ্ক থাকবে সকল দেলা। তেমনই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে।